ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশ সফরের আগে ফিটনেস টেস্টে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, জুন ৫, ২০১৫
বাংলাদেশ সফরের আগে ফিটনেস টেস্টে ভারত

ঢাকা: আসছে বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বেশ মনোযোগী হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট দল। আর এরই ধারাবাহিকতায় শুক্রবার (০৫ জুন) ফিটনেস টেস্ট করাতে কলকাতায় যাবেন ভারতীয় ক্রিকেটাররা।



এ প্রসঙ্গে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র বলেন, ‘ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটারই শুক্রবার কলকাতায় পৌঁছাবেন। তবে বিভিন্ন সময়ে আসবেন তারা। ’

দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি বিকেল ৪টা ২০মিনিটে নেতাজি সুভাশ চন্দ্র বসু আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। আর দলের ডিরেক্টরের পদে থাকা রবি শাস্ত্রী আসবেন বিকেল ৫টায়।

আগামী শনিবার (০৬ জুন) কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে ফিটনেস টেস্ট দেবে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।

আগামী ০৮ জুন একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছাবে টিম ইন্ডিয়া। প্রায় এক মাসের এ সফরে ফতুল্লায় দু’দলের একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে। আর মিরপুরের শেরে-ই-বাংলা স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।