ঢাকা: মাত্র দুইটি ম্যাচ খেলেই মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা ‘এমভিপি’ র্যাংকিংয়ের তালিকায় দ্বিতীয় হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। চলতি মৌসুমে সমারসেটের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে নেমে এ কীর্তি গড়েছেন গেইল।
ক্যারিবীয় এ তারকা দুই ম্যাচে মোট রান করেছেন ২৪৩। সর্বোচ্চ ১৫১ রান করেন দ্বিতীয় ম্যাচে। আর প্রথম ম্যাচে করেছিলেন ৯২ রান। দুই ম্যাচে গেইলের ব্যাটিং গড় যাই হোক না কেন, প্রথম ম্যাচে তিনি মোকাবেলা করেন মাত্র ৫৯ বল। আর দ্বিতীয় ম্যাচে ৬২ বলে খেলেন অপরাজিত ১৫১ রান।
ক্রিকেটের সংক্ষিপ্ত আসরে ১৫টি শতক হাঁকানো গেইল সমারসেটের হয়ে দুই ম্যাচে ১৮টি চারের পাশাপাশি ছক্কা হাঁকান ২১টি। ‘এমভিপি’ ৠাংকিংয়ের তালিকায় দ্বিতীয় হতে তিনি অর্জন করেন ৭৬ পয়েন্ট। তবে, এ তালিকায় সর্বোচ্চ ৯৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন কেন্টের দলপতি নর্দেস্ট।
টুর্নামেন্টের এ তালিকায় তৃতীয় হয়েছেন টেন ডসকেট, চতুর্থ ও পঞ্চম হয়েছেন যথাক্রমে পল স্টারলিং ও ও’ব্রেইন।
উল্লেখ্য, গেইলের ১৫টি শতক এসেছে দশটি দলের হয়ে, নয়টি ভিন্ন লিগে আর সাতটি ভিন্ন দেশের মাটিতে। তিন অঙ্কের ঘরে ১৫ বার পৌঁছলেও গেইল সাতবার ৯০ এর ঘরে পৌঁছেন আর এগারোবার ৮০’র উপরে স্কোর করেন।
গেইলের ১৫টি শতকের মধ্যে ১০টি ম্যাচে জয় পায় তার দল। আর বাকি ৫টি ম্যাচে জয় পায় গেইলের প্রতিপক্ষরা। ১৫টি শতকে গেইল গড়ে খেলেছেন ৪৯টি বল। যেখানে তার স্ট্রাইকরেট গড়ে ২০৭.৭১। গড়ে ১৪টি ম্যাচ খেলে তিনি একটি করে শতক হাঁকিয়েছেন। তবে, ২০১১ আইপিএলের আসরের পর তা কমে হয়েছে ১১টি ম্যাচ। সর্বোচ্চ পাঁচবার ব্যাঙ্গালুরুর হয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। আর দুইবার বরিশাল বার্নাসের হয়ে শতক হাঁকিয়েছেন এ ক্যারিবীয়ান। তবে, বিপিএলের আসরে তিনি তিনবার শতকের দেখা পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ০৫ জুন ২০১৫
এমআর