ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

ক্রিকেট

নতুন মিশনে কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, জুন ৭, ২০১৫
নতুন মিশনে কোহলি ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বিরাট কোহলির অন্যরকম পথচলা শুরু হবে। এটি তার জন্য নতুন মিশনও বটে।

টেস্ট ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনির অবসরের পর প্রথমবারের মতো নিয়মিত অধিনায়ক হিসেবে কোহলির নেতৃত্বে কোনো টেস্ট সিরিজে অংশ নিচ্ছে ভারতীয় ক্রিকেট দল।

বিশ্বকাপের আগে সর্বশেষ চার ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে যায় ভারত। বাংলাদেশ সফরে এক ম্যাচের টেস্ট সিরিজটি তাই ভারতের জন্য অনেকটা চ্যালেঞ্জিংই বলা যেতে পারে। কারণ, যে দলই ম্যাচটি জিতবে তারাই সিরিজ জিতবে।

একটিমাত্র টেস্ট ম্যাচ হলেও টাইগারদের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই নিয়মিতভাবে টেস্ট ম্যাচ জেতার দিকে দৃষ্টি রাখছেন কোহলি। দলের সবাই এই লক্ষ্যে অবিচল বলেও তিনি জানান। বাংলাদেশে আসার আগে ভারতীয় গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, সোমবার (০৮ জুন) সকালে কোহলি-রোহিত শর্মারা বাংলাদেশের মাটিতে পা রাখবেন। ফতুল্লায় ১০ জুন দু’দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে।

টেস্ট অধিনায়ক হিসেবে নিজের অভিমত ব্যক্ত করেন কোহলি। ‘আমরা অনেক টেস্ট ম্যাচ খেলেছি। অনেক কিছুই শিখেছি। আমি মনে করি, এখনই টেস্ট ম্যাচে জয়ের ধারায় ফেরার মোক্ষম সময়। সেদিকেই আমরা দৃষ্টি রাখছি। সবাই নিজেদের সামর্থ্যের ব্যাপারে আত্মবিশ্বাসী। ’

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জুন ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।