ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

ক্রিকেট

ফতুল্লার উইকেট পর্যবেক্ষণে কোচ-ক্যাপ্টেন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, জুন ৮, ২০১৫
ফতুল্লার উইকেট পর্যবেক্ষণে কোচ-ক্যাপ্টেন ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২০০৯ সালে প্রথম ও সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে অংশ নেওয়া কোনো ক্রিকেটার নেই বর্তমান বাংলাদেশ দলে।

জাতীয় লিগ ও প্রিমিয়ার লিগের অনেক ম্যাচ এ মাঠে অনুষ্ঠিত হলেও অনেক সময়ই আন্তর্জাতিক ম্যাচ থাকাতে জাতীয় দলের ক্রিকেটাররা অংশ নিতে পারেন না ঘরোয়া ক্রিকেটে।

এ জন্য ফতুল্লার উইকেটের সঙ্গে তেমন সখ্যতা নেই ক্রিকেটারদের। তাইতো  সোমবার (০৮ জুন) দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরুর আগে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচের উইকেট গভীরভাবে পর্যবেক্ষণ করলেন টাইগার দলপতি মুশফিকুর রহিম ও দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

মুশফিকের কাছে এই মাঠ পরিচিত হলেও হাথুরুসিংহের কাছে একেবারেই অপরিচিত ফতুল্লার মাঠ। তাইতো কোচ-ক্যাপ্টেনের উইকেট দর্শন বেশ সময় নিয়েই হলো। সেই সঙ্গে উইকেটের পাশে দাঁড়িয়ে ক্যাপ্টেন মুশফিকের সঙ্গে  আলোচনাও সেরে রাখলেন দলের কোচ।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের উইকেট তৈরির কাজ তদারকি করছেন বিসিবি’র কিউরেটর গামিনি ডি সিলভা। গামিনির সঙ্গেও উইকেট নিয়ে অনেকক্ষণ আলাপ করেছেন হাথুরুসিংহে।

বিসিবি সূত্রে জানা গেছে,  টিম ম্যানেজমেন্ট ব্যাটিং উইকেট চেয়েছেন। যেখানে বল খুব বেশি মুভমেন্ট করবে না। উইকেটে হালকা ঘাসও থাকবে। যাতে করে উইকেটে ফাটল কম ধরে।

সোমবার বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন শেষে সরেজমিনে ম্যাচের জন্য তৈরি করা পিচের কাছে গিয়ে দেখা যায়, উইকেটে প্রচুর শুকনো ঘাসের আস্তরণ।

আগামি বুধবার (১০ জুন) এ মাঠেই ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ০৮ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।