ঢাকা: ছয় বছর পর পাকিস্তানের মাটিতে কোন টেস্ট দল হিসেবে সফর করেছিল জিম্বাবুয়ে। তবে সিমীত ওভারের এ সিরিজের পর বিভিন্ন মাধ্যম থেকে গুঞ্জন ওঠে সফরকারী ক্রিকেটারদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে পাকিস্তানে আমন্ত্রন জানিয়েছিল পিসিবি।
বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় জিম্বাবুয়ে ক্রিকেটকে দেশে আনার জন্য পাকিস্তান পাঁচ লক্ষ মার্কিন ডলার দিয়েছিল। তবে শুক্রবার (১২ জুন) সাংবাদিকদের শাহরিয়ার জানান, সংবাদ মাধ্যমে এ রকম একটি ঘটনা প্রচার করাটা দুঃখজনক।
গুঞ্জন উড়িয়ে শাহরিয়ার বলেন, ‘এ ঘটনাটি পুরোপুরি অসত্য। আমাদের দু’দেশের মধ্যে সমঝোতার মাধ্যমেই সিরিজটি হয়েছিল। এ জন্য আমাদের প্রধানমন্ত্রী জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবকে মেসেজের মাধ্যমে ধন্যবাদও জানিয়েছিলেন। ’
তিনি আরও বলেন, দু’দেশের মধ্য ভালো সম্পর্ক রেখেই আমরা এই সিরিজটি সফলতার সঙ্গে শেষ করতে পেরেছি। আর এখানে খেলোয়াড়দের নিয়ে ঘুষ কেলেঙ্কারির ঘটনার কোন প্রশ্নই ওঠে না।
জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলে। যেখানে শেষ ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হলেও বাকি সবক’টি ম্যাচই পাকিস্তান জিতে নেয়।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ১৩ জুন, ২০১৫
এমএমএস