ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

ক্রিকেট

‘জিম্বাবুয়েকে ঘুষ দেয়ার ঘটনা অসত্য’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, জুন ১৩, ২০১৫
‘জিম্বাবুয়েকে ঘুষ দেয়ার ঘটনা অসত্য’ ছবি: সংগৃহীত

ঢাকা: ছয় বছর পর পাকিস্তানের মাটিতে কোন টেস্ট দল হিসেবে সফর করেছিল জিম্বাবুয়ে। তবে সিমীত ওভারের এ সিরিজের পর বিভিন্ন মাধ্যম থেকে গুঞ্জন ওঠে সফরকারী ক্রিকেটারদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে পাকিস্তানে আমন্ত্রন জানিয়েছিল পিসিবি।

কিন্তু এ গুঞ্জনকে পুরোপুরি অসত্য বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।

বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় জিম্বাবুয়ে ক্রিকেটকে দেশে আনার জন্য পাকিস্তান পাঁচ লক্ষ মার্কিন ডলার দিয়েছিল। তবে শুক্রবার (১২ জুন) সাংবাদিকদের শাহরিয়ার জানান, সংবাদ মাধ্যমে এ রকম একটি ঘটনা প্রচার করাটা দুঃখজনক।

গুঞ্জন উড়িয়ে শাহরিয়ার বলেন, ‘এ ঘটনাটি পুরোপুরি অসত্য। আমাদের দু’দেশের মধ্যে সমঝোতার মাধ্যমেই সিরিজটি হয়েছিল। এ জন্য আমাদের প্রধানমন্ত্রী জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবকে মেসেজের মাধ্যমে ধন্যবাদও জানিয়েছিলেন। ’

তিনি আরও বলেন, দু’দেশের মধ্য ভালো সম্পর্ক রেখেই আমরা এই সিরিজটি সফলতার সঙ্গে শেষ করতে পেরেছি। আর এখানে খেলোয়াড়দের নিয়ে ঘুষ কেলেঙ্কারির ঘটনার কোন প্রশ্নই ওঠে না।

জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলে। যেখানে শেষ ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হলেও বাকি সবক’টি ম্যাচই পাকিস্তান জিতে নেয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ১৩ জুন, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।