ঢাকা: বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সোমবার (৮ জুন) ঢাকায় পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল।
কলকাতা থেকে জেট এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে চড়ে সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টিম ইন্ডিয়া।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ৯টা ৪০ মিনিটে হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশে রওয়ানা হয় ভারতীয় দল। ১০টা ২০ মিনিটে টিম হোটেলে পৌঁছায় তাদের বহনকারী বাসটি। বাস থেকে প্রথমে নেমে আসেন ভারতীয় দলের পরিচালক রবি শাস্ত্রী। এরপর একে একে অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও হরভজন সিংরা নামেন।
হোটেলে খানিকটা বিশ্রাম শেষে দুপুর আড়াইটা থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করার কথা রয়েছে কোহলি-রোহিত শর্মাদের। অন্যদিকে, একই সময়ে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল।
আগামী ১০ জুন ফতুল্লায় একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে। এরপর ১৮, ২১ ও ২৪ জুন ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। দিবা-রাত্রির সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
টাইগারদের সঙ্গে লড়াইয়ে উড়ে এসেছেন যারা
বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুণ অ্যারন, লোকেশ রাহুল ও ইশান্ত শর্মা।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জুন ০৮, ২০১৫/আপডেট ০৯৫৮ ঘণ্টা/আপডেট ১২০৪ ঘণ্টা
আইএ/আরএম/এইচএ/