ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উইকেট নিয়ে বিচলিত নন ভারতীয় অধিনায়ক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ৯, ২০১৫
উইকেট নিয়ে বিচলিত নন ভারতীয় অধিনায়ক ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা  থেকে: বুধবার (১০ জুন) ফতু্ল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামবে ভারত। গতকাল ঢাকায় এসে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের পর আজ দুপুরে  ম্যাচের ভেন্যু ফতুল্লায়  অনুশীলন শুরু করেছে ভারত।


 
অনুশীলন শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। মাত্র একদিন এই মাঠে অনুশীলন করে কাল সকালেই পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলতে নামতে হবে টিম ইন্ডিয়াকে। তারপরও ফতুল্লার উইকেট নিয়ে বিচলিত হওয়ার কিছু দেখছেন না ভারতের নতুন এই টেস্ট অধিনায়ক।
 
উইকেট নিয়ে দুশ্চিন্তা আছে কি না- এমন প্রশ্নের জবাবে কোহলি বলেছেন, ‘আমি উইকেটে দেখেছি। উইকেটটা ভালো। এ মাঠে আগে কখনো না খেললেও বাংলাদেশের উইকেট সব জায়গাতে প্রায় একই রকম থাকে। এ জন্য উইকেট নিয়ে আমরা বিচলিত নই। ’
 
বাংলাদেশে আসার আগে কলকাতায় তিন দিন অনুশীলন করেছে টিম ইন্ডিয়া। বাংলাদেশে এসেও গতকাল অনুশীলন করেছে তারা। দলের প্রস্তুতি নিয়ে কোহলি বলেন, ‘শেষ ২-৩ দিন আমরা কঠোর অনুশীলন করেছি। যে সব কাজ করা দরকার সবই আমরা করেছি। আমাদের প্রস্ততি ভালো। ’
 
দলের কম্বিনেশন কেমন হতে পারে- এ প্রশ্নের জবাবে কোহলি বলেছেন, ‘কাল সকাল পর্যন্ত অপেক্ষা করবো। উইকেট দেখেই সিদ্ধান্ত আসবে। তিন পেসার অথবা তিন স্পিনার দলে থাকতে পারে। ম্যাচের তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিনে, কে কোন জায়গায় দলে ভালো ভূমিকা রাখতে পারে-এটা আমরা বিবেচনা করবো। জয় পেতে সহজ হবে এমন একাদশই  নির্বাচন করা হবে। ’
 
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।