ফতুল্লা থেকে: বৃষ্টির কারণে ফতুল্লা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয় দুপুর ১টা ৪০ মিনিটে। অথচ বিকেল পাঁচটার পরও স্টেডিয়ামের গেটে দাঁড়িয়ে কয়েকজন তরুণ দর্শক, হাতে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের টিকিট।
এই টিকিট দিয়ে আগামীকাল (শুক্রবার) তৃতীয় দিনের খেলা দেখা যাবে কি না এই তথ্যটুকু জানতেই তাদের অপেক্ষা। স্টেডিয়াম গেট দিয়ে বের হতেই কৌতুহলী দর্শকদের জিজ্ঞাসা, কাল এই টিকিট দিয়ে খেলা দেখা যাবে তো!
টিকিটের গায়েই শর্ত হিসেবে লেখা রয়েছে, খেলা পরিত্যক্ত হলে টিকিটটি বাতিল হয়ে যাবে এবং টিকিটের মূল্য ফেরত পাওয়া যাবে না।
এই কথা জেনে শনির আখড়া থেকে খেলা দেখতে আসা মোহাম্মদ ইব্রাহিমের কন্ঠে আক্ষেপই ঝড়লো, ‘কালকের জন্য আবার টিকিট সংগ্রহ করতে হবে। খেলা দেখা তো দূরে থাক আজ মাঠেই ঢুকতে পারলাম না। টাকাটা মাইর গেল। টিকিট ইস্যু নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বৃহস্পতিবার বিকেলে জানিয়েছেন, ‘আজকের টিকিট দিয়ে আগামীকাল খেলা দেখার সুযোগ নেই। টিকিটের গাঁয়েই এটি লেখা রয়েছে। ’
বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনে বৃষ্টির কারণে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের গেট খোলা হয়নি। সকাল থেকেই গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে দর্শকদের। সেই সঙ্গে বাড়ি ফেরার আগে যে আশাটা নিয়ে তাদের অপেক্ষা সেটিও টিকে থাকল না।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ১১ জুন, ২০১৫
এসকে/আরএম