ফতুল্লা থেকে: সেঞ্চুরি থেকে ১১ রান দূরে থাকতে ফতুল্লা টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামেন ভারতের ওপেনার মুরালি বিজয়। অবশেষে ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট শতক তুলে নেন এই ডানহাতি ব্যাটসম্যান।
এ রিপোর্ট লেখা অবধি ৬৩.৩ ওভার শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২৬৬ রান। ধাওয়ান ১৬৪ ও বিজয় ১০১ রানে ব্যাট করছেন।
শুক্রবার (১২ জুন) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু হয় সকাল সাড়ে ৯টায়।
প্রথম দিনের বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে সফরকারী ভারত। বাংলাদেশের বোলাররা ধাওয়ান-বিজয়ের জুঁটি ভাঙতে পারবেন কিনা সেদিকেই তাকিয়ে টাইগার ভক্তরা। কিন্তু এখন পর্যন্ত কোনো উইকেটের পতন ঘটেনি।
এর আগে প্রবল বৃষ্টিপাতের কারণে দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। প্রথম দিনেও বৃষ্টি বাগড়া দেয়। ফলে, ৫৬ ওভার ব্যাট করার সুযোগ পায় টস জেতা ভারত। দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি অনেকটা ড্রয়ের পথেই এগোচ্ছে। তার ওপর বৃষ্টির আশংকা তো থাকছেই।
এ ম্যাচে বাংলাদেশের হয়ে ৭৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাসের। দলে জায়গা হয়নি নাসির হোসেনের। ইনজুরি আক্রান্ত মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় সুযোগ পেলেও তাকে প্রথম একাদশে রাখা হয়নি। অন্যদিকে, দীর্ঘদিন পর ভারতের টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ স্পিনার হরভজন সিং।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুন ১২, ২০১৫
আরএম
** তৃতীয় দিনের খেলা শুরু