ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাঠে জুবায়ের, বাইরে সাকিবের গুগলি!

অঘোর মন্ডল, স্পেশালিস্ট স্পোর্টস রাইটার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুন ১২, ২০১৫
মাঠে জুবায়ের, বাইরে সাকিবের গুগলি! ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: একাধিক মামলার আসামির মতো ফতুল্লা টেস্ট যেন বৃষ্টির কাছে কারাবন্দি! এক মামলায় ছাড়া পাচ্ছেন তো অন্য মামলায় আবার কারাগারে! প্রথম দিনের খেলার ৩৪ ওভার আটকে দেয় বৃষ্টি! দ্বিতীয় দিন ক্রিকেটারা কফিন খোলারও সুযোগ পেলেন না। পুরো দিনটা আটকে দিলো বৃষ্টি।

আর তৃতীয় দিনটা যেন আগাম জামিন পেয়ে দশটার পরির্বতে সাড়ে ন’টায় শুরু হলো। কিন্তু এক মামলায় ছাড়া পেয়ে জেল গেট থেকেই অন্য মামলায় ধরা পড়া আসামির মতো অবস্থা হলো তার। আবার বৃষ্টি। তিন দফা বন্ধ থাকলো খেলা। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে বিকেল চারটা দশে তৃতীয় দিনের খেলা পরিত্যাক্ত হলো! সব মিলিয়ে সারা দিনে খেলা হলো ৪৭ দশমিক ৩ ওভার। তাতে ভারত যোগ করলো আরও ২২৩ রান। কিন্তু হারাতে হলো ৬ উইকেট।

প্রথম দিন শেষে যে ভারতের সংগ্রহ ছিল বিনা উইকেটে ২৩৯ রান, তৃতীয় দিন শেষে তাদের স্কোরকার্ডের চেহারা দাঁড়ালো ৬ উইকেটে ৪৬২ রান। এবং সেখানে বৃষ্টির কি ভূমিকা আছে সেটা পরে গবেষণা করলেও চলবে। আপাত বলতে হচ্ছে; দ্রুত রান তোলার তাড়া আর বাংলাদেশ স্পিনারদের ঘূর্ণিতে ভারতীয় ব্যাটসম্যানরা খানিকটা দিশাহারা।

শিখর ধাওয়ানের (১৭৩) পর আরেক ওপেনার মুরালি বিজয়ও বড় সেঞ্চুরি-ই করলেন (১৫০)। কিন্তু শিখরের পর সেই মুরালি বিজয়ের উইকেটটাও নিলেন সাকিব আল হাসান। তার আগে ফেরালেন রোহিত গুরুনাথ শর্মাকে। ৯ বলে ৬ রানের বেশি করতে পারলেন না তিনি। আর অজিঙ্কা রাহানেকে হতাশায় ডুবিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থাকতে ফিরিয়ে দেন সাকিব। কিন্তু তার আগেই দেশের মাটিতে উইকেট প্রাপ্তির সেঞ্চুরি করলেন বাংলাদেশ দলের এই বাঁহাতি স্পিনার। শিখর ধাওয়ানকে কট এন্ড বোল্ড করেই দেশের মাটিতে উইকেটের সেঞ্চুরি উদযাপন করলেন সাকিব। আবার দিন শেষে অন্য রকম এক সেঞ্চুরিও সাকিবের নামের পাশে! ৪ উইকেট নিতে ১০৫ রান খরচা তার। আগের বেশ ক’টা টেস্টে বোলার সাকিব যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন। এই টেস্টে যেন নিজেকে ফিরে পেলেন। নিজেকে ফিরে পাওয়ার পেছনে ভূমিকা তার বিকেএসপি’র পুরনো কোচ নাজমুল আবেদীন ফাহিমের। আগের দিন লম্বা সময় ধরে নিজের বোলিং নিয়ে কথা বলেছিলেন সাকিব তার পুরনো কোচের সঙ্গে। বেশি কিছু ছোট-খাটো টিপসও পেলেন।

অ্যাকশনও কিছুটা বদলে নিলেন। আর তাতেই যেন নিজেকে নতুন করে ফিরে পেলেন বোলার সাকিব। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে নিজেকে ফিরে পাওয়ার গল্পটা পুরোপুরি না বললেও গল্পের পটভূমিটা বলে গেলেন তিনি। কোচ ফাহিম তাকে নির্দিষ্ট করে আসলে কি বলেছিলেন; সেটা হয়তো সংবাদ মাধ্যমে খোলসা করে বলতে চাননি টেস্ট ক্রিকেটের সেরা এই অলরাউন্ডার। তবে অন্য একজন সম্পর্কে যা বললেন, সেটা জুবায়ের হোসেন লিখনের গুগলির চেয়ে কম কিছু নয়!
        
 ‘আমি-তো লিখনের চেয়ে বেটার বোলার কাউকে দেখছি না। ’ -এটা যদি প্রথাগত লেগস্পিন হয় তাহলে পরের অংশ গুগলি। এবং সেটা ছুড়লেন যাদের দিকে তারা বাংলাদেশ ক্রিকেটের নীতিনির্ধারক। ‘অথচ লিখন কিন্তু জিম্বাবুয়ে টেস্টের পর আর কোনো টেস্ট খেলার সুযোগ পেয়েছে কি না আমি জানি না! এমন কি বিসিএলেও (বাংলাদেশ ক্রিকেট লিগ) লিখন খেলার সুযোগ পেলো না! লম্বা সময় না খেলে আবার দলে এসে পারফরম করার কাজটা কঠিন। ঘরোয়া ক্রিকেটে কম সুযোগ পাওয়ার পরও ওকে দেখে আমার মনে হয়, ও এমন একজন বোলার টেস্টে তিন/চারশ’ উইকেট নেওয়ার সামর্থ্য ওর আছে। ওকে খেলার সুযোগ দিতে হবে। ’

জুবায়েরের কম সুযোগ পাওয়ার পেছনে সুযোগ দাতারা একটা যুক্তি দাঁড় করান; জুবায়ের নেটে খুব একটা ভালো বল করতে পারেন না! সেই যুক্তির কথা যখন  সাকিবের সামনে তুলে ধরা হলো সঙ্গে সঙ্গে সংবাদ সম্মেলনেই গুগলি ছুড়লেন সাকিব। ‘নেটে অনেক-কে দেখে মনে হয় শচীন টেন্ডুলকার। আবার অনেককে রুবেল হোসেন! বিষয়টা হতে হবে ম্যাচ কে কি করলেন। বা করে দেখানোর ক্ষমতা রাখেন। ’
         
 হ্যাঁ; জুবায়ের হোসেন লিখন ভারতের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে কিছু করেও দেখালেন। বিরাট কোহালি (১৪) এবং  ঋদ্ধিমান  সাহার (৬) উইকেট দুটো তুলে নিলেন। এবং দু’জনেই বোল্ড হলেন তার গুগলিতে। কোহলি আউট হন বল ব্যাটে লেগে প্যাড ছুঁয়ে গড়িয়ে গড়িয়ে স্টাম্প ভেঙে দেয়ায়। আর ঋদ্ধিমান সাহা উইকেট খোয়ালেন পারফেকট গুগলিতে ড্রাইভ করতে গিয়ে মিডলস্টাম্প হারিয়ে।

জুবায়ের লিখনের গুগলিতে বিরাট এবং ঋদ্ধিমান আউট হলেন। কিন্তু মাঠের বাইরে সাকিবের গুগলি ‘না খেলানো’-র কয়েদখানা থেকে সেই জুবায়েরকে বের করে আনার জন্য। ‘ওকে তো খেলতে দিতে হবে। সুযোগ না পেলে উইকেট নেবে কিভাবে?’
      
নির্বাচক আর অধিনায়কের আস্থা অর্জন যেকোনো লেগ স্পিনারের জন্য কঠিন কাজ। বিরাট কোহলিকে গুগলিতে বোল্ড করে কিছুটা আস্থা কি অর্জন করলেন জুবায়ের?

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুন ১২, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।