ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘কঠিন হলেও সম্ভব’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
‘কঠিন হলেও সম্ভব’ ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: ফতুল্লা টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে কাঙ্খিত রেকর্ডটি গড়ে ফেলেছেন তামিম ইকবাল। ইনিংসের তৃতীয় ওভারে ইশান্ত শর্মার বলে দুই রান নিয়ে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে নিজ দেশের হয়ে ওয়ানডে এবং টেস্টে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি সেঞ্চুরি ও সর্বোচ্চ ইনিংসের মালিক হয়েছেন তামিম।

কীর্তি গড়ার দ্বারপ্রান্তেই ছিলেন তিনি। হাবিবুল বাশারকে (৩০২৬) ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার জন্য এ দিন মাত্র সাত রান দরকার ছিল তামিমের।

শনিবার ফতুল্লা টেস্টের প্রথম সেশনেই বাশারকে টপকে যান  এই টাইগার ওপেনার।   ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে অশ্বিনের বলে স্ট্যাম্পিং হয়ে ফেরার আগে তিনি করেন ১৯ রান। যাকে টপকে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার হয়েছেন সেই হাবিবুল বাশারই বলেছেন, তামিম টেস্টে দশ হাজার রান করবে।   বাংলাদেশের ড্রেসিং রুমে এসে তামিমকে অভিনন্দনও জানিয়েছেন বর্তমানে জাতীয় দলের নির্বাচকের দায়িত্বে থাকা সাবেক এই ক্রিকেটার।  

শনিবার ফতুল্লা টেস্টের চতুর্থ দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত ঘোষণা করার পর সাংবাদিক সম্মেলনে আসেন তামিম ইকবাল। সংবাদ সম্মেলনে হাবিবুল বাশারের করা মন্তব্যটি তামিমকে শুনিয়ে জানতে চাওয়া হয় ‘দশ হাজার রান’ করা আসলেই সম্ভব কী না। তামিম নিরাশ করেন নি, ‘কঠিন হলেও  সম্ভব। তবে আমরা বছরে যে পরিমান টেস্ট ম্যাচ খেলি তাতে করে এটি অনেক কঠিন। বছরে আমরা ৩-৪টা টেস্ট ম্যাচ খেলি। আট বছরের ক্যারিয়ারে খেলতে পেরেছি মাত্র ৪১টা টেস্ট। বছরে যদি ৭-৮টা টেস্ট খেলার সুযোগ পাই এবং ফিটনেস লেভেল ভালো থাকে তাহলে সম্ভব। ’
 
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ (৩০৩৯) স্কোরার তামিম ইকবাল মনে করেন রেকর্ড হয়ই ভাঙ্গার জন্য। এই রেকর্ডটিও বেশি দিন টিকে থাকবে না বলে বিশ্বাস করেন তামিম, ‘রেকর্ডটি ভাঙ্গতে আমার ৪১ টেস্ট লেগেছে। আমি মনে করি, দলের অন্য কেউ আগামিতে এমন রেকর্ড আরো ৫-৬ ম্যাচ আগেই ভেঙ্গে দেবে। আর সেটা এক থেকে দুই বছরের মধ্যেই হতে পারে। ’
 
কার মাঝে এমন সম্ভাবনা বেশি দেখছেন-এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘অনেকেই আছে। তবে আমার মনে হয়, মুমিনুলের সম্ভাবনা বেশি। কারণ, ওর ব্যাটিং এভারেজ ষাটের কাছাকাছি। ’

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১৩ জুন ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।