ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্ট ব্যাটসম্যানদের রাজা স্মিথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
টেস্ট ব্যাটসম্যানদের রাজা স্মিথ স্টিভেন স্মিথ / ছবি : সংগৃহীত

ঢাকা: আইসিসির টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো শীর্ষস্থানে উঠার গৌরব অর্জন করেছেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান হিসেবে সর্বশেষ ২০১২ সালের র‌্যাংকিংয়ে শীর্ষে ছিলেন মাইকেল ক্লার্ক।



সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে চার নম্বরে ছিলেন স্মিথ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি ১৯৯ রানের অসাধারণ ইনিংস খেলেন। আর দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে অপরাজিত থাকেন। ২৭৭ রানের বিশাল ব্যবধানে জিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় অজিরা। ম্যাচ সেরার পুরস্কার উঠে স্মিথের হাতে।

এমন পারফরম্যান্সের সুবাদে ৯১৩ রেটিং পয়েন্ট ‍পেয়ে টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে পৌঁছান স্মিথ। গত বছর থেকে এখন পর্যন্ত টেস্টে ১০২.১৬ গড়ে ১,২২৬ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

স্মিথ শীর্ষে উঠায় দুইয়ে নেমে গেছেন শ্রীলঙ্কান ব্যাটিং জিনিয়াস সাঙ্গাকারা। এই বাঁহাতি ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট সংখ্যা ৯০৯। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। তারই স্বদেশী হাশিম আমলা ৮৯১ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছেন।

লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ৮৪১ রেটিং পয়েন্ট পেয়ে পাঁচ নম্বর অবস্থানে রয়েছেন। পাঁচ পয়েন্ট কম নিয়ে ছয়ে পাকিস্তানের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান। শীর্ষ দশ ব্যাটসম্যানের ‍অন্যান্যরা হলেন ইংল্যান্ডের জো রুট (৮১৫ রেটিং পয়েন্ট), নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (৮১৩), পাকিস্তানের টেস্ট ‍অধিনায়ক মিসবাহ-উল-হক (৭৭০) ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (৭৫৭)।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।