ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিয়ম না মানায় মুরালি বিজয়কে জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
নিয়ম না মানায় মুরালি বিজয়কে জরিমানা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে শতক হাঁকিয়েছেন ভারতের ওপেনার মুরালি বিজয়। সেঞ্চুরিয়ান বিজয়কে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি নিয়ম অমান্য করায় ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে।



আইসিসি’র নতুন নিয়ম না জানায় জরিমানা গুনতে হচ্ছে বিজয়কে। নতুন নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার তার ব্যাটে লাগানো স্পন্সর প্রতিষ্ঠানের লোগো বা স্টিকার ৯ ইঞ্চির বেশি ব্যবহার করতে পারবেন না। কিন্তু, ফতুল্লা টেস্টে বিজয়ের ব্যাটে ৯ ইঞ্চির থেকেও বড় লোগো পাওয়া যায়।

আইসিসি থেকে বিজয়ের জরিমানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানায়, নতুন নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার নয় ইঞ্চির বড় লোগো (স্পন্সর প্রতিষ্ঠানের) তার ব্যাটে লাগাতে পারবেন না। কিন্তু বিজয় এ নিয়মটি অমান্য করেছেন।

জরিমানার বিষয়টি জানার পর ভারতীয় ওপেনার জানান, আইসিসি’র নতুন নিয়মটি তিনি জানতেন না। তবে, আইসিসি’র সিদ্ধান্ত মেনে নিয়ে জরিমানার অর্থ তিনি প্রদান করবেন।

এর আগেও বিজয়কে আইসিসি জরিমানা করেছিল। ২০১০ সালে তিনি নিজের ব্যবহৃত প্যাডে অতিরিক্ত (নিয়মের বাইরে) স্পন্সর প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করেছিলেন। সেবার তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছিল। একই কারণে ২০১৩ সালে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে টিম ইন্ডিয়ার রবিচন্দ্রন অশ্বিন আর চেতস্বর পূজারাকে জরিমানা করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ১৬ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।