ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

ক্রিকেট

ব্যাট-বল দুটোই করতে পারছেন মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, জুন ১৬, ২০১৫
ব্যাট-বল দুটোই করতে পারছেন মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সোমবার (১৫ জুন) শুধু বোলিং করতে পারছিলেন দুই হাত ও হাঁটুতে চোঁট পাওয়া মাশরাফি বিন মর্তুজা। ব্যাট হাতে নিতে পারবেন কিনা তা নিয়ে ছিল সংশয়।

ব্যাট হাতে নিতে না পারার শঙ্কার কথাটা বাংলাদেশ দলের অধিনায়ক নিজেই জানিয়েছিলেন।

কিন্তু, এক দিন বাদেই মঙ্গলবার (১৬ জুন) অনুশীলনে ব্যাটও হাতে নিলেন তিনি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন করেছেন মাশরাফি।

গত ৪ জুন বাসা থেকে মিরপুর স্টেডিয়ামে আসার পথে বাসের ধাক্কায় রিকশা থেকে পড়ে আহত হন মাশরাফি। তার ডান হাতের বুড়ো আঙুলের নিচের তালুতে ক্ষত হয়। এ ছাড়াও ছুলে যায় বাঁ হাতের তালুর উল্টোদিকে আর হাঁটুতে। টাইগার দলপতি ওয়ানডে সিরিজে খেলতে পারবেন কি না তা নিয়ে তখন সংশয় তৈরি হয়।

সময়ের সঙ্গে মাশরাফিকে ঘিরে সব সংশয়ই কেটে গেছে। মঙ্গলবার মিরপুরে স্বাচ্ছন্দ্যেই সব ধরণের অনুশীলন করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।