ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনির আচরণ: ২৫ শতাংশ ম্যাচ ফি, ভুল ও অন্যায়!

আমিনুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
ধোনির আচরণ: ২৫ শতাংশ ম্যাচ ফি, ভুল ও অন্যায়!

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেটের জন্য এক উজ্জ্বলতম দিন হয়ে থাকবে। প্রবল পরাক্রমশালী ভারতীয় দলকে হেসে-খেলে হারিয়ে দিয়েছে।

এই বিজয়ের মহত্ত্ব আরো বড় হয়ে দেখা দিয়েছে মাস কয়েক আগে হয়ে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটের সেই কোয়ার্টার ফাইনালের জন্য।

নিন্দুকেরা বলে থাকেন, ওই ম্যাচে নাকি জোর করেই বাংলাদেশকে হারিয়ে দেওয়া হয়েছিল। সে যাই হোক, আগের ম্যাচের প্রতিশোধ নিতে কেবল এক ম্যাচ অপেক্ষা করতে হয়েছে, বাংলাদেশকে।
 
তবে বৃহস্পতিবারের খেলা চলাকালীন ভারতীয় দলপতি মহেন্দ্র সিং ধোনি মাত্র অভিষিক্ত মুস্তাফিজের সঙ্গে যেভাবে ধাক্কা খেলেন, সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝড় বয়ে যাচ্ছে। এমন কী ভারতীয় সংবাদ মাধ্যমগুলোও এ নিয়ে বিস্তর রিপোর্ট করছে এবং বেশির ভাগ ক্ষেত্রে ধোনির দিকেই তীরটা ছুড়ছে। ‘ক্যাপ্টেন কূল’ নামে পৃথিবীব্যাপী তার বেশ সুনাম রয়েছে। তবে এই সুনাম আর থাকবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

এই ঘটনার জের ধরে ম্যাচ রেফারি অবশ্য ধোনিকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ আর মুস্তাফিজকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করেছেন।

ঘটনাটা যদি ভালোভাবে দেখা যায়, তাহলে দেখা যাবে, এক রানের জন্য ধোনি ছুটছিলেন বোলিং-এন্ডে। বোলার মুস্তাফিজ দাঁড়িয়ে ছিলেন ব্যাটসম্যান ঠিক যে জায়গাটায় দৌঁড়ান, ঠিক সেখানে। যেই রানটি ধোনি নিয়েছেন, সেটি খুবই সহজ রান ছিল। এমন কিছু ছিল না, যাতে মনে হয়েছে, সে রান আউট হয়ে যেতে পারতো।

তাহলে সে কেন সরে গেল না? ভিডিওটি বার বার দেখলে এমনিতেই বোঝা যায়, ধোনি ইচ্ছে করেই ধাক্কা দিয়েছে মুস্তাফিজকে। যদিও ম্যাচ শেষে শুনানিতে মুস্তাফিজ স্বীকার করেছে, ‘ওই জায়গায়’ ‘ভুল’ করে দাঁড়িয়ে থাকা তার উচিত হয়নি। অর্থাৎ মুস্তাফিজ তার ‘ভুল’ স্বীকার করেছে।

তবে ধোনি বলেছে, ‘ব্যাপারটা পথ চলতে চলতে কারো সঙ্গে ধাক্কা খাওয়ার মতো!’ অর্থাৎ সে যে ইচ্ছে করে এই কাজ করেছে কিংবা একটা ‘অন্যায়’ যে সে করেছে, সেটা হয়ত মুখে স্বীকার করেনি; তবে ম্যাচ রেফারি কিন্তু তাকে ম্যাচ ফি’র ৭৫ ভাগ জরিমানা করেছে। অন্যদিকে, ভুল স্বীকার করা মুস্তাফিজকে ৫০ ভাগ জরিমানা করা হয়েছে।

৫০ ও ৭৫ অর্থাৎ এই ২৫ ভাগের মাঝেই রয়েছে ‘ভুল’ ও ‘অন্যায়ের’ মাঝে পার্থক্য। ভুল মানুষ অনেক সময়ই ইচ্ছে করে করে না, যেমনটা মুস্তাফিজ করেছে। কিন্তু ‘অন্যায়’ অনেক সময়ই সচেতনভাবে করা হয়ে থাকে, যেমনটা ধোনি করেছে। এইবার যদি ক্যাপ্টেন কূল স্বীকার করেন যে, তিনি ‘অন্যায়’ করেছিলেন!

লেখক- শিক্ষক ও গবেষক
ই-মেইল: tutul_ruk@yahoo.com

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।