ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজেই বিধ্বস্ত ভারত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুন ২১, ২০১৫
মুস্তাফিজেই বিধ্বস্ত ভারত ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ দলের বোলিং-বিস্ময় কে? এই মুহূর্তে যদি আপনাকে এমন প্রশ্ন করা হয়, চোখ বন্ধ করেই এই উত্তরটি দিয়ে দিতে পারবেন। কারণ চোখের সামনে যে নামটি দুনিয়া আলো করে আছে সে আর কেউ নয়, তরুণ পেসার মুস্তাফিজুর!

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছিলেন সাতক্ষীরার এ তরুণ।

ঠিক পরের ওয়ানডেতে আবারো ৪০ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। তার বোলিং তোপে ১৮৪ রানে ৮ উইকেট খুইয়েছে ভারত।

মুস্তাফিজ-আতঙ্কে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও ধুঁকছে ধোনিবাহিনী। তার ঘূর্ণিতে ইতোমধ্যে পাক খেয়েছে ভারতীয় টপ ৫ ব্যাটসম্যান।

এর মধ্যে ধোনির কথা আলাদা করে বলতেই হয়! কারণ প্রথম ম্যাচে চাপ সামলাতে না পেরে মেজাজ ধরে রাখতে পারেননি ধোনি। খেই হারিয়ে মুস্তাফিজকে ধাক্কা দিয়ে শেষ পর্যন্ত জরিমানা গুণতে হয়েছে ‘ক্যাপ্টেন কুল’কে। অবশ্য টিম ইন্ডিয়ার আপত্তির মুখে মুস্তাফিজকেও ৫০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে।

এখানে একটা বিষয় লক্ষ্যণীয়, মুস্তাফিজ শুরু থেকেই এবিষয়ে তার দোষ স্বীকার করে নিয়ে অবস্থান পরিষ্কার করেছেন। অন্যদিকে ক্যাপ্টেন কুল দোষ স্বীকার না করে উল্টো মুস্তাফিজের ওপর দোষ চাপিয়েছেন।

হয়তো সেই জেদ নামের তুষের আগুন বুকে ধারণ করেই টাইগার বিস্ময়বালক বল হাতে দিয়ে দিলেন মোক্ষম জবাব। শেখালেন, এটাই প্রতিবাদের ভাষা! যাকে বলে ক্রিকেটীয় শিষ্টাচার!

টসে হেরে ব্যাটিংয়ে আসা ভারতের বিপক্ষে সূচনা করার জন্য টাইগার দলপতি মুস্তাফিজের হাতেই বল তুলে দিলেন। ম্যাশের সেই ভরসার দামও দিলেন ওভারের দ্বিতীয় বলেই। আগেভাগেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের বুলি ছড়িয়ে মাঠে নামা রোহিতকে শূন্য রানেই ফেরত পাঠানো হয় প্যাভিলিয়নে। এরপর একে একে মুস্তাফিজের ঘূর্ণিতে পাক খেয়ে ড্রেসিং রুমের পথে হেঁটে  যান ধোনি, রায়না, পাটেল আর সবশেষ অশ্বিন।

সদ্য অভিষিক্ত একজন পেসারের এমন কৃতিত্ব বাংলাদেশের জন্য যেমন প্রথম, ক্রিকেটবিশ্বের জন্যও অনন্য। আজকের ম্যাচে ভারতকে হারাতে পারলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে মাশরাফি বাহিনীর। এখন দেখার বিষয়, শেষ হাসিটা কে হাসে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসএইচ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।