ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরের গ্র্যান্ড স্ট্যান্ডে এক টুকরো ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুন ২১, ২০১৫

মিরপুর থেকে: ওয়ানডে সিরিজের খেলা দেখতে ভারত থেকে গোটা পঞ্চাশেক দর্শক এসেছেন মিরপুরে। শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় ড্রেসিং রুমের পাশে গ্র্যান্ড স্ট্যান্ডের কিছুটা অংশ রয়েছে ভারতীয় সমর্থকদের দখলে।


 
বাংলাদেশের হাজারো টাইগার ভক্তদের মিছিলে গ্যালারির ওই অংশটুকু যেন এক টুকরো ভারত।

প্রথম ওয়ানডে হারের পর দ্বিতীয় ওয়ানডেতেও হারের শঙ্কায় ভারতীয়রা। বৃষ্টির জন্য ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে ধোনি বাহিনী বাংলাদেশকে দিয়েছে মাত্র ২০০ রানের লক্ষ্য।

ওপেনিংয়ে তামিম-সৌম্যদের বাউন্ডারিগুলো দেখে ম্লান হয়ে গিয়েছিল ভারতীয়দের সমর্থন যোগানোর শক্তি। নিজ দেশের পতাকাও এই সময় নামিয়ে নিয়েছিলেন তারা। তবে টাইগার ওপেনার তামিম ইকবালের উইকেট পতনের পর পতাকা উড়িয়ে যেন জানান দিলেন ‘এখনো আছি আমরা’!

অন্যদিকে বাংলাদেশের সমর্থকদের গর্জনে প্রকম্পিত হচ্ছে মিরপুর স্টেডিয়াম। ভারতীয় ইনিংসের ব্যাটিংয়ের সময় সব টাইগার সমর্থকরা এক সুরে দুয়োধ্বনি তুলেছেন। একইভাবে তাদের বোলারদেরও শুরু থেকেই দুয়োধ্বনি দিয়ে যাচ্ছেন তারা।
 
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।