ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিজয় উল্লাসে মাতে রাজধানীবাসীও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, জুন ২২, ২০১৫
বিজয় উল্লাসে মাতে রাজধানীবাসীও ছবি : দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের সঙ্গে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে আনন্দে মাতে রাজধানীর কিক্রেটপ্রেমীরা। ঢাক-ঢোল আর উল্লাস ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে চারদিক।

কেউ শরীরের গেঞ্জি খুলে, কেউ বাজনা বাজিয়ে, কেউ বাংলাদেশেরে পতাকা উড়িয়ে আবার কেউ বা নেচে গেয়ে উল্লাস করে।

রোববার (২২ জুন) রাতে টাইগারদের বিজয় নিশ্চিত হওয়ার পর রাজধানীর কারওয়ানবাজার, বিজয় স্মরণী, টিএসসি, বাংলামোটরসহ কয়েকটি স্থান ঘুরে দেখা যায় এসব চিত্র।

বিজয়ের সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মোহনায় পরিণত হয় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র টিএসসি। আনন্দে মেতে ওঠে তরুণরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী হাবিব। স্লোগান দিতে দিতে তিনি বললেন, ‘বাংলাদেশের এ জয় প্রমাণ করে দিয়েছে আমরা পিছিয়ে নেই। এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ। ’

কারওয়ান বাজার গোল চত্বরেও দেখা যায়, নানা বয়সী তরুণদের আনন্দ মিছিল।

মাঝেমাঝে বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে চিৎকার দিয়ে যাচ্ছে কেউ কেউ।

রাজধানীর বিজয় স্মরণীর মোড়ে দেখা যায়, বাজনা হাতে নিয়ে আনন্দ মিছিল করছে এক ঝাক তরুণ। কথা হয় নর্দান বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফের সঙ্গে। জানান, ‘‘টাইগাররা দেখিয়ে দিয়েছে। যেকোন বড় দলকে দাঁত ভাঙ্গা জবাব দিতে তারা প্রস্তুত। অভিনন্দন টাইগারদের। ’ প্রায় অভিন্ন বক্তব্য পাওয়া গেল আরো কয়েকজনের কণ্ঠে।

শুধু শিক্ষার্থীরাই নয় যানবাহনে থাকা সাধারণ মানুষদেরও হাত উঠিয়ে বিজয়ের আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। সবার কন্ঠে জয়ধ্বনি।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জুন ২২, ২০১৫
জেডএফ/কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।