ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একই সময়ে বাংলাদেশ ও ভারতের অনুশীলন

স্পোর্টস করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
একই সময়ে বাংলাদেশ ও ভারতের অনুশীলন ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে আগামিকাল (বুধবার, ২৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এই ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার একই সময়ে মিরপুরে অনুশীলন সেরেছে বাংলাদেশ ও ভারত।

দুপুর আড়াইটায় শুরু হয় দুই দলের অনুশীলন। বাংলাদেশ দল ইনডোরে ও ভারতীয় দল অনুশীলন করে একাডেমি মাঠে। অনুশীলন শুরুর আগে দু’দলই মিরপুর স্টেডিয়ামে ফুটবল খেলে গা-গরম করেন।

টাইগারদের অনুশীলনে এ দিন কোচদের সবচেয়ে গুরুত্বপূর্ন ছাত্র ছিলেন মুস্তাফিজ। বোলিং কোচ হিথ স্ট্রিক ম্যাচের উইকেটের পাশের উইকেটে দাঁড়িয়ে অনুশীলন করিয়েছেন মুস্তাফিজ ও রুবেল হোসেনকে। এ সময় উইকেটে বল না করে  স্ট্রিকের গ্লাভসে বল ফেলেন মুস্তাফিজ।

আচমকাই অনুশীলনে দেখা যায় লেগস্পিনার জুবায়ের হোসেন লিখনকে। পরে জানা যায়, তৃতীয় ওয়ানডের জন্য তাকে দলে অন্তর্ভূক্ত করেছে টিম ম্যানেজম্যান্ট। জুবায়ের ও আরাফাত সানি এ দিন স্পিন কোচ রুয়ান কালপাগের অধীনে কিছুক্ষন বোলিং অনুশীলন করেন।

জুবায়ের, সানি, মুস্তাফিজ, রুবেলরা যখন মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত তখন ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব, তামিম, মুশফিক, নাসিররা।

ভারতীয় দলের অনুশীলনে বাড়তি উত্তেজনা লক্ষ্য করা যায়নি। একাডেমি মাঠে দুটি নেটে ব্যাটিং করেন কোহলি-রায়নারা। নেটে ব্যাটিং-বোলিং করেছেন দলের প্রায় সব ক্রিকেটারই।

অনুশীলন শেষে বিকাল সাড়ে চারটায় মিরপুর ত্যাগ করে ভারতীয় দল।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ২৩ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।