ঢাকা: বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বুধবার দুপুরে মিরপুরে প্রথম দিনের অনুশীলন সেরেছে দক্ষিণ আফ্রিকা দল। বাংলাদেশ সফরে আসা তরুণ প্রোটিয়া দল ও তাদের টিম ম্যানেজম্যান্টকে অনুশীলনে বেশ সিরিয়াস দেখা গেছে।
দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাফ ডু প্লেসিস-ডুমিনি-ভিলিয়ার্স-মিলাররা যখন অনুশীলনে ব্যস্ত তখন তাদের মাথার উপর উড়ছে ড্রোন ক্যামেরা। আর রিমোটের মাধ্যামে ক্যামেরাটি নিয়ন্ত্রন করছেন প্রোটিয়াদের টেকনিক্যাল বিশেষজ্ঞ প্রসন্ন অ্যাগ্রাম।
প্রথম দিনে হালকা অনুশীলন করেছে অতিথী দলটি। ফুটবল খেলে ওয়ার্মআপ ও কিছুক্ষণ ফিল্ডিং অনুশীলন সেরে মিরপুরের একাডেমি মাঠে অল্প সময়ের জন্য ব্যাট-বলের অনুশীলন করেছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল।
আগামিকাল (বৃহস্পতিবার, ০২ জুলাই) দুপুরে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করার কথা প্রোটিয়াদের।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এসকে/এমএমএস