ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনুশীলনে আক্রমণাত্মক টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
অনুশীলনে আক্রমণাত্মক টাইগাররা ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সামনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামি ৫ ও ৭ জুলাই মিরপুরে প্রোটিয়াদের বিপক্ষে ছোট ফরম্যাটের লড়াইয়ে নামবে টাইগাররা।

টি-২০ সিরিজের আগে বুধবার আক্রমণাত্নক অনুশীলন করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

মিরপুরের ইনডোরে সাকিব আল হাসান ও মুশফিকুর নেট অনুশীলনের পর শের-ই-বাংলার ময়দানে ব্যাট হাতে বেশ আক্রমণাত্নক মেজাজে দেখা গেছে। মাশরাফি বিন মর্তুজা, জুবায়ের হোসেন, সোহাগ গাজীদের বল উড়িয়ে মেরে সীমানা ছাড়া করেছেন তারা।  

সৌম্য সরকার, নাসির হোসেন, সাব্বির রহমানরাও ঘাম ঝড়িয়েছেন নেট-ব্যাটিংয়ে। তামিম ইকবাল প্যাড-গ্লাভস ছাড়াই হালকা নকিং করেছেন মিরপুরে। নেটে বল ছুড়েছেন মুস্তাফিজ-রুবেল হোসেনরাও।   

ব্যাট-বলের অনুশীলন শেষে ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের অধীনে ফিল্ডিং অনুশীলন করেন ক্রিকেটাররা। এছাড়া মেশিনের সাহাজ্যে মুশফিকুর রহিমকে কিপিং অনুশীলন করান হ্যালসল।  

আগামিকাল (০২ জুলাই) সকালে মিরপুরে অনুশীলন করার কথা বাংলাদেশ দলের।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।