ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়া বোলিংয়ের প্রশংসায় ইমরুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
প্রোটিয়া বোলিংয়ের প্রশংসায় ইমরুল ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে দাঁড়াতেই পারেনি বিসিবি একাদশ। টি-টোয়েন্টি ম্যাচটিকে একপেশে বানিয়ে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।

টস জিতে ব্যাটিং নেওয়া বিসিবি একাদশ অলআউট হয় মাত্র ৯৯ রানে।

সফরকারীদের শক্তিশালী বোলিং অ্যাটাকের বিপক্ষে সাবলীলভাবে খেলতে না পারার কারণেই এভাবে ম্যাচ হারতে হয়েছে বলে মনে করেন বিসিবি একাদশের অধিনায়ক ইমরুল কায়েস।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের  মুখোমুখি হয়ে কায়েস বলেন, ‘ব্যাটিংয়ে আমরা অনেক তাড়াহুড়ো করেছি। মনে হচ্ছিলো কোনো গেম প্ল্যান নাই। ১৩০-১৪০ রান হলে ফাইট করা যেত। সেটা হয়নি। ওদের বোলিং অ্যাটাক খুবই শক্তিশালী। তাছাড়া উইকেটে বল উঠা-নামা করছিল। ’

কাইল অ্যাবোট, ক্রিস মরিস, অ্যারণ ফ্যাঙ্গিসো, পারনেলদের মতো বোলারদের নিয়ে গড়া প্রতিপক্ষ দলের বোলিং অ্যাটাককে সমীহ করলেও মূল সিরিজে জাতীয় দলের ক্রিকেটারদের এই অ্যাটাক খেলতে সমস্য হবে না বলে মনে করেন কায়েস। ‘ওদের (দক্ষিণ আফ্রিকা) বোলারদের অ্যাকুরেসি খুব ভালো। তবে, বাংলাদেশ দল কিন্তু বদলে গেছে। প্রথম এক-দুই ওভার একটু দেখে খেললে সহজেই খেলে যাওয়া সম্ভব। ’

রোববার (৫ জুলাই) মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হবে টাইগাররা। একই মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ জুলাই।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।