ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বোলিং তোপে লঙ্কানরা ২৭২/৮

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
পাকিস্তানের বোলিং তোপে লঙ্কানরা ২৭২/৮ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কা সফরকারী পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসের প্রথম দিন ২৭২ রান সংগ্রহ করেছে। ইয়াসির শাহ, রাহাত আলী আর আজহার আলীর বোলিং তোপে স্বাগতিকরা প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়েছে।



টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান দলপতি মিসবাহ উল হক। অধিনায়কের সিদ্ধান্তে আস্থা রেখে প্রতিদান দেন পাকিস্তানি বোলাররা।

তবে, লঙ্কানদের ওপেনার দিমুথ করুনারাত্নের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতকে প্রথম দিন সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয় স্বাগতিকরা। ১৩০ রান করে করুনারাত্নে আজহার আলীর বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন। আরেক ওপেনার কুশল সিলভা ৯ রান করে বিদায় নেন।

এছাড়া লঙ্কানদের প্রথম ইনিংসে উপুল থারাঙ্গা তিন নম্বরে ব্যাট হাতে নেমে ৪৬ রান করেন। মিডলঅর্ডারে নেমে জিহান মুবারক ২৫ আর দিনেশ চান্দিমাল ২৪ রান করেন।

কুমার সাঙ্গাকারার অনুপস্থিতিতে লাহিরু থিরিমান্নে ১১ আর লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজ করেন ৩ রান।

পাকিস্তানের হয়ে ইয়াসির শাহ ৩১ ওভার বল করে ৭৭ রান খরচায় নেন ৪টি উইকেট। এছাড়া রাহাত আলী ও আজহার আলী নেন দু’টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।