ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের সঙ্গে সমানে লড়ছে লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
পাকিস্তানের সঙ্গে সমানে লড়ছে লঙ্কানরা ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথম দিনটি পাকিস্তানি বোলাররা দাপট দেখালেও দ্বিতীয় দিনে পুরো কৃতিত্বটাই নিয়েছে শ্রীলঙ্কান বোলাররা। তিন ম্যাচে সিরিজের শেষ টেস্টে লঙ্কান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে তাসের ঘরের মত ভেঙে পড়ে পাক ব্যাটিং অর্ডার।

দিন শেষে সফরকারীদের সংগ্রহ নয় উইকেট হারিয়ে ২০৯ রান। এখনও দলটি ৬৯ রানে পিছিয়ে।

স্কোর: শ্রীলঙ্কা-২৭৮
পাকিস্তান-২০৯/৯(৬৪.০ ওভার)

শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ২৭৮ রানের বিপরীতে নিজেদের ইনিংসে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে পাকিস্তান। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করতে থাকেন আজাহার আলী। কিন্তু ৫২ রান করে আজহার নুয়ান প্রদীপের শিকার হলে আবারো ধ্বস নামে পাক ইনিংসে।

এদিকে ইনিংসের মাঝে অবশ্য দারুণ ব্যাটিং করতে থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান শরফরাজ আহমেদ হাল ধরেন। তিনি ৯৪ বলে ছয়টি চারের সাহায্যে ৭২ রান করে অপরাজিত আছেন। আগামীকাল তার সঙ্গে ব্যাটিংয়ে আসবেন শুন্য রানে অপরাজিত থাকা ইমরান খান।

পাকিস্তানের ইনিংসে তিনবার বৃষ্টি হানা দেয়ায় লঙ্কান পেসাররা বাড়তি সুবিধা পায়। এতে তিনটি করে উইকেট তুলে নেন ধামিকা প্রশাদ ও প্রদিপ। আর দুটি উইকেট পেয়েছেন থাইরিন্দু কৌশল।

সিরিজে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে দু’দল।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।