ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টসে জিতে ব্যাটিং নিয়েছে প্রোটিয়ারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
টসে জিতে ব্যাটিং নিয়েছে প্রোটিয়ারা ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দ. আফ্রিকা। গত বিশ্বকাপে ভালো পারফরম্যান্স আর পাকিস্তান ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী টাইগাররা এবার প্রোটিয়া বধের মিশনে মাঠে নামছে।



এ ম্যাচে অবশ্য মাশরাফি বাহীনিকে সতর্ক হয়েই মাঠে নামতে হচ্ছে। কারণ ফতুল্লায় প্রস্তুতিমূলক ম্যাচে বিসিবি একাদশকে আট উইকেটের বড় ব্যবধানে হারায় সফরকারীরা। আর মাঠে নামার আগে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বের দলটিকেই ফেভারিট মানছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।

দ.আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক, রিলে রুশো, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডেভিড উইসিস, ওয়েন পারনেল, কাইল অ্যাবট, কাগিসো রাবাদা ও অ্যারন ফাঙ্গিসো।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।