ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আরও বেশি ম্যাচ খেলতে চান সৌম্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
আরও বেশি ম্যাচ খেলতে চান সৌম্য ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সফল বিশ্বকাপ মিশনের পর ঘরের মাঠে পাকিস্তান ও ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়ে দারুণ ছন্দে থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলতে শুরু করেছে বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৪৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমেও ৫২ রানে টাইগারদের হার সে ছন্দে খানিক পতন ঘটিয়েছে।



প্রথম টি-টোয়েন্টিতে এমন হারের পেছনে ক্রিকেটের এই ফরম্যাটে কম খেলাও কারণ হতে পারে বলে মনে করছেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার সৌম্য সরকার।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হওয়ার একদিন আগে সোমবার (৬ জুলাই) টিম হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের কাছে সৌম্য এ অভিমত প্রকাশ করেন।

তিনি বলেন, টি-টোয়েন্টি খেলা কিন্তু মানসিকভাবে অনেক কঠিন। অনেক সময় গায়ের শক্তির চেয়েও মাথা ঠাণ্ডা রেখে ঠিক করতে হয়- কোন সময় কী করতে হবে। টি-টোয়েন্টি যত খেলা যায়, ততই ভালো। আমাদের এ ফরম্যাটে খেলা কম হচ্ছে। ক্রিকেটের ক্ষুদ্র এ ফরম্যাটে আরেকটু বেশি খেলতে পারলে ভালো হতো।

ঘরোয়া ক্রিকেটে ম্যাচ বাড়ানো প্রসঙ্গে সৌম্য বলেন, আমরা আরও বেশি ম্যাচ খেলতে চাই, সেটা যে ফরম্যাটেই হোক। তবে টি-টোয়েন্টি আরেকটু বেশি খেললে আমাদের জন্যই লাভ।

এ সময় নিজের ব্যাটিং নিয়েও কথা বলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। গেল কয়েকটি ম্যাচে উইকেটে সেট হয়েও আউট হয়ে গেছেন তিনি- এ ব্যাপারটা ভাবায় কি না-এমন প্রশ্নে সৌম্য বলেন, সবাই এটা ধরতে পেরেছে, আমিও ধরতে পেরেছি। এটা আমার জন্য খারাপ যে, সেট হয়ে বারবার আউট হয়ে যাচ্ছি। আমার থেকেও দলের জন্য বেশি খারাপ এটা। কিছু কিছু জায়গা নিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ করে চলেছি। কীভাবে ভালো করতে পারবো, সেটা নিয়ে আলোচনা চলছে।

সৌম্য জানান, আগের ম্যাচের পরিকল্পনা অপরিবর্তিত রেখেই মঙ্গলবার (৭ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে টিম বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ০৬ জুলাই ২০১৫
এসকে/এমআর/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।