ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিং নিয়েছে প্রোটিয়ারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
টস জিতে ব্যাটিং নিয়েছে প্রোটিয়ারা ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরে পিছিয়ে থাকা বাংলাদেশ সমতা আনার লক্ষ্যে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুপুর একটায় মাঠে নামবে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দ. আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস।



স্বাগতিকরা প্রথম টি-টোয়েন্টিতে ভালো শুরু করেও ব্যাটিং ব্যর্থতায় প্রোটিয়াদের বিপক্ষে ৫২ রানে পরাজিত হয়। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করেছেন টাইগারদের দলপতি মাশরাফি বিন মর্তুজা। টাইগার অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘ভালো সুযোগ থাকার পরও আমরা প্রথম ম্যাচ হেরেছি। তবে আমি আশা করি পরের ম্যাচে (দ্বিতীয় ম্যাচে) দল ঘুরে দাঁড়াবে।

প্রথম ম্যাচে মাত্র ৯৬ রানে অলআউট হওয়া মেনে নিতে পারছেন না দলের ক্রিকেটাররা।

দ্বিতীয় ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে এগিয়ে থাকা প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতা রাখতে প্রস্তুত মাশরাফি-সাকিব-মুশফিক-তামিমরা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, লিটন দাস, রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আরাফাত সানি ও মুস্তাফিজুর রহমান।

দ.আফ্রিকা দল: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, রিলে রুশো, ডেভিড উইসিস, ওয়েন পারনেল, কাইল অ্যাবট, এডি লি ও অ্যারন ফাঙ্গিসো।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ০৭ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।