ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে না খেলেই দেশে ফিরছেন ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
ওয়ানডে না খেলেই দেশে ফিরছেন ভিলিয়ার্স ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সফরের দু’টি ট-টোয়েন্টি ম্যাচ খেলেই বাংলাদেশ ছাড়ছেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডের নিয়মিত অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ভিলিয়ার্সের জায়গায় ওয়ানডেতে নেতৃত্ব দেবেন হাশিম আমলা।

ক্রিকেট দ.আফ্রিকা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এমনটি জানিয়েছে।

ভিলিয়ার্সের পরিবর্তে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলে থাকা লেগ স্পিনার এডি লি।

সফরকারী দলটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছে, গত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্লো ওভাররেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পান ভিলিয়ার্স। এ কারণে বাংলাদেশ সফরের প্রথম ওয়ানডেতে এমনিতেই নিষেধাজ্ঞার জন্য খেলতে পারতেন না তিনি।

জানা যায়, কিউইদের বিপক্ষে সে ম্যাচে ১২ মাসের মধ্যে দ্বিতীয়বার স্লো ওভার রেটের কারণে অভিযুক্ত হন ভিলিয়ার্স। গত বিশ্বকাপ আসরের পর নিষেধাজ্ঞা কার্যকর থাকায় ১০ জুলাইয়ের প্রথম ওয়ানডেতে প্রোটিয়া দলের বাইরে থাকতে হতো ভিলিয়ার্সকে। আর এ কারণেই দলটির ক্রিকেট বোর্ড তাকে পুরো ওয়ানডে সিরিজ থেকেই বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয়।

গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে অভিযুক্ত হওয়া ডি ভিলিয়ার্সকে ছাড়াই টাইগারদের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে প্রোটিয়াদের।

এদিকে, দলটির কোচ রাসেল ডমিঙ্গো জানান, সামনে ব্যস্ত সূচিকে মাথায় রেখেই ভিলিয়ার্সকে বিশ্রামে রাখা হয়েছে। ওয়ানডে দলে তার অনুপস্থিতি আমরা মিস করব।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় স্ত্রীর পাশে থাকার জন্য টেস্ট সিরিজের দলে আগে থেকেই ছিলেন না ডি ভিলিয়ার্স।

প্রোটিয়া কোচ আরও জানান, সন্তান জন্ম দেওয়ার সময় স্ত্রীর পাশে ভিলিয়ার্সের থাকার ব্যাপারটিও আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া, পরের প্রজন্মের ব্যাটসম্যানদের ভিলিয়ার্সের জায়গায় সুযোগ দিয়ে আমাদের পরীক্ষা করার এটি ভালো একটি সুযোগ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ০৭ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।