ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিউই ক্রিকেটের নির্বাচক হলেন লারসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
কিউই ক্রিকেটের নির্বাচক হলেন লারসেন ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রুস এডগারের পরিবর্তে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন গেভিন লারসেন। এডগার এর আগে গত মে মাসে নির্বাচকের পদ থেকে সড়ে দাঁড়িয়েছিলেন।



কিউই ‘এ’ দল থেকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য ক্রিকেটার বাছাইয়ের কাজে প্রধান কোচ মাইক হেসনেকে সাহায্য করবেন লারসেন। আর নির্বাচক হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে আসন্ন জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার সফরের জন্য ক্রিকেটার নির্বাচন করা।

লারসেন নিউজিল্যান্ডের হয়ে আটটি টেস্ট ও ১২১টি একদিনের ম্যাচ খেলেছেন। স‍াদা পোশাকে ২৪ উইকেটের পাশাপাশি ওয়ানডেতে ১১৩টি উইকেট পেযেছেন এ ডানহাতি মিডিয়াম পেসার। ১৯৯৬ সালে টেস্ট ও ১৯৯৯ সালে ওয়ানডে থেকে অবসর নেন এ ক্রিকেটার।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।