ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সৌম্যর সঙ্গে ব্যাটিং উপভোগ করেন তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
সৌম্যর সঙ্গে ব্যাটিং উপভোগ করেন তামিম ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপ থেকেই তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে জুটি বাঁধেন সৌম্য সরকার। সেই থেকেই তামিমের নিয়মিত সঙ্গী সৌম্য।

পাকিস্তান, ভারত সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সিরিজেও এক সঙ্গে ওপেনিং করছেন এ দুই বাঁহাতি ব্যাটসম্যান।

দু’জনেই মারকুটে ব্যাটসম্যান। আর এটাতেই নাকি সুবিধাটা দু’জনেরই-জানালেন তামিম ইকবাল। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য মিরপুরে বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম।

ওপেনিং পার্টনার সম্পর্কে তামিম বলেন, ‘সৌম্য স্ট্রোক প্লেয়ার হওয়ায় একটা সুবিধা পাওয়া যায়। আমি ভালো স্টার্ট করলাম, ওর হয়তো ওই দিন ব্যাটে লাগছে না। আমি রান পুষিয়ে নিলাম। তেমন করে আমার ব্যাটে টাইমিং না হলে ও মেরে পুষিয়ে দিল। এভাবে হলে ওভার প্রতি রান নিয়ে চাপ কম থাকে। গতকাল আমি ওর মতো খেলতে পারছিলাম না। ওর কারনেই কিন্তু পাঁচ ওভারে ৪৬ রান আমরা তুলতে পেরেছিলাম। এটাই সুবিধা। ’

সৌম্যর প্রশংসা করে তামিম বলেন, ‘সৌম্য যেভাবে ব্যাটিং করে সেটা আমি খুব পছন্দ করি। ও প্রতি ম্যাচেই ভালো স্টার্ট করে। যদি ইনিংসটা লম্বা করতে পারে তাহলে ওর ক্যারিয়ারের জন্যই ভালো হবে। ’

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।