ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরের নেটে আমলা বাহিনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
মিরপুরের নেটে আমলা বাহিনী ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টি-টোয়েন্টি সিরিজ শেষ। সামনে এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াডে যোগ দিতে সোমবার ঢাকায় আসেন ওডিআই দলের পাঁচ ক্রিকেটার (রায়ান ম্যাকলারেন, হাশিম আমলা, মরনে মরকেল, ইমরান তাহির ও ফারহান বেহারদিন)।

বুধবারই অনুশীলনে নেমে পড়লেন হাশিম আমলারা। গতকালই জানলেন ওয়ানডেতে অধিনায়কের ভারস সামলাতে হবে তাকে। সতীর্থদের নিয়ে মিরপুরের ইনডোরে ব্যাট-বলের কঠোর অনুশীলন করলো অতিথীরা।

টি-২০ দল থেকে যারা ওয়ানডে দলে আছেন তাদের চেয়ে অনুশীলনে ফোকাস ছিল হাশিম আমলা, মরনে মরকেল, ইমরান তাহির, রায়ান ম্যাকলারেন, ফারহান বেহারদিনদের দিকেই।

দীর্ঘ সময় নেটে ব্যাটিং করেছেন হাশিম আমলা, ম্যাকলারেনরা। লেগস্পিনার ইমরান তাহিরও সময় নিয়ে বোলিং করেছেন। আর ম্যাকলারেন, মরকেলরা গতির ঝড় তোলেন নেটে।

আগামি শুক্রবার (১০ জুলাই) মিরপুরে শুরু হচ্ছে দিবা-রাত্রির প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১২ ও ১৫ জুলাই। শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।