ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
সিরিজ নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিতে চায় প্রোটিয়ারা।

শনিবার (১১ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রোটিয়া অলরাউন্ডার ডেভিড মিলার দ্বিতীয় ওয়ানডের লক্ষ্য নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন, ‘বাংলাদেশের কঠিন কন্ডিশনেও আমরা ভালো খেলছি। দ্বিতীয় ম্যাচ জিতে আমরা সিরিজ নিশ্চিত করতে চাই। তবে এটাও জানি, ভালো খেলেই জিততে হবে আমাদের। ’

টি-টোয়েন্টির পর প্রথম ওয়ানডেতে দলের তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন মিলার। অভিষেক ওয়ানডেতে ৬ উইকেট নেওয়া কাগিসো রাবাদার কথা উল্ল্যেখ করে মিলার বলেন, ‘রাবাদার হ্যাটট্রিক অসাধারণ ছিল। দারুণ একটা বোলার পেয়েছি আমরা। দক্ষিণ আফ্রিকা দলে তার নিশ্চিত ভবিষ্যত দেখতে পাচ্ছি। ’

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ লড়াইয়ে ফিরতে পারে কি না- এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘অবশ্যই। তারা ভারত ও পাকিস্তানকে হারিয়েছে। ভালো খেলতে পারলে তারা ফাইটব্যাক করতে পারে। হোম কন্ডিশনে তারা অনেক শক্তিশালী দল। ’

ডি ভিলিয়ার্স যেহুতু দলে নেই সেহুতু মিলারকে ব্যাটিং অর্ডারে উপরে দেখা যাবে কি না- এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, ‘এটা কোচ, অধিনায়কই সিদ্ধান্ত নেবে। দল সফল হলেই ভালো। কোথায় ব্যাট করলাম সেটা গুরুত্বপূর্ণ নয়। ’

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ১১ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।