ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাউন্ডারি খরায় প্রোটিয়ারা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
বাউন্ডারি খরায় প্রোটিয়ারা! ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: র‌্যাংকিংয়ের প্রধান সারির ব্যাটসম্যানদের নিয়ে গড়া দক্ষিণ আফ্রিকা দল টাইগার বোলারদের দারুণ তোপে পড়েছে। ৩৭ ওভার পর্যন্ত বাঘা বাঘা ব্যাটসম্যানদের প্রোটিয়া দলের রান ৩ দশমিক ১৬ গড়ে মাত্র ১১৭।



বিস্ময়ের ব্যাপার হলো, বোলারদের ‘কিলার’ খ্যাত মিলার, ফাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, রুশোদের মতো ড্যাশিং ব্যাটসম্যানদের দারুণ বাউন্ডারি খরায় ভোগাচ্ছে টাইগার বোলাররা।

শ’ পেরোতে ৩২ ওভার খেলতে বাধ্য হওয়া দক্ষিণ আফ্রিকা সপ্তম ওভারে একটি বাউন্ডারি পাওয়ার পর পরবর্তী বাউন্ডারি পেয়েছে ৩২তম ওভারে। তারা সবমিলিয়ে চার মেরেছে ১০টি, ছক্কাতো দূরের ব্যাপার।

বাংলাদেশের হয়ে প্রত্যেক বোলারই দক্ষিণ আফ্রিকানদের ভোগাচ্ছে। রুবেল হোসেন টানা ১২টি বল ডট করেছেন, ১টি ওভার মেডেন করেছেন মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।