ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটসম্যানদের ইনিংস বড় করার পরামর্শ নান্নুর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
ব্যাটসম্যানদের ইনিংস বড় করার পরামর্শ নান্নুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বৃষ্টিবিঘ্নিত চট্টগ্রাম টেস্ট ড্র হলেও এ ম্যাচ থেকে অনেক প্রাপ্তির কথাই শোনালেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সোমবার (২৭ জুলাই) দুপুরে মিরপুরের ইনডোরে টাইগারদের অনুশীলন দেখতে যান নান্নু।

সেখান থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে টেস্ট সিরিজ নিয়ে কথা বলেন তিনি।

চট্টগ্রাম টেস্ট প্রসঙ্গে নান্নু বলেন, ‘প্রথম টেস্ট থেকে আমাদের অনেক প্রাপ্তি রয়েছে। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ২৪৮ রানে অলআউট করাটাই বড় অর্জন। লিটন দাস ভালো ব্যাটিং করেছে। দলের সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেলেছে। মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ শহীদ ভালো বোলিং করেছে। এ টেস্ট থেকে পাওয়া আত্মবিশ্বাসটা ঢাকা টেস্টে কাজে দেবে। ’

তিনি আরও বলেন, ‘আমাদের ব্যাটসম্যানদেরকে অবশ্যই ইনিংস বড় করতে হবে। টেস্টে ভালো করতে হলে এর কোনো বিকল্প নেই। ’

ঢাকা টেস্ট বেশ কঠিন হবে বলে জানান নান্নু। ‘মিরপুরের উইকেটটি বাউন্সি হবে। প্রোটিয়াদের অনেক গতিময় পেসার রয়েছে। তাই আমাদের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো করতে হবে। আগে ব্যাট করলে ৪৫০-৫০০ রান সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেবে। তবে কাজটি মোটেই সহজ নয়। ’

চট্টগ্রাম টেস্ট বৃষ্টির কারণে পন্ড। ঢাকা টেস্টেও কি এর পুনরাবৃত্তি ঘটবে? নান্নু তেমনটি মনে করেন না। ‘বৃষ্টির সম্ভাবনা আছে ঠিক। তবে দ্বিতীয় টেস্ট শুরু হতে আরো দুদিন বাকি। আশা করছি, এ সময়ের মধ্যে বৃষ্টি কেটে যাবে। ’

দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম খানিকটা অফফর্মে রয়েছেন। ব্যাটে তেমন রান নেই। বিষয়টি বেশ উদ্বেগেরও বটে। তবে ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিককে নিয়ে মোটেই উদ্বিগ্ন নন নান্নু। ‘মুশফিক রান খরায় ভুগলেও খুব শিগগিরই সেরা ফর্মে ফিরবে। আশা করছি, ঢাকা টেস্টেই সে নিজের সেরাটা উপহার দেবে। অধিনায়ক হওয়ায় সে হয়তো খানিকটা চাপে আছে। আমার মতে, মাঠের বাইরের কথায় কান না দিয়ে তার নিজের ব্যাটিংয়ে পুরোপুরি মনোযোগ দেওয়া উচিৎ। ’

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।