ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্ট সিরিজেও দাপট দেখাচ্ছে বাংলাদেশ দল। অভিজ্ঞদের পাশাপাশি নতুন ক্রিকেটাররাও দলের হয়ে রাখছেন অবদান।
ক্রিকেটারদের মাঝে ইতিবাচক মনোভাব আসার পেছনে কোচের কাছ থেকে স্বাধীনতা পাওয়াকেই মূল টোটকা বলে মনে করেন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস, ‘কোচ অনেক সাপোর্ট করেন আমাদের। প্রত্যেকটা খেলোয়াড়কে স্বাধীনতা দিয়ে দিয়েছেন। শটস খেলার ব্যাপারে বাধা নেই। এটা আমার কাছে খুব ভালো লাগে। কোনা বাধ্যবাধকতা নেই, তুমি তোমার মতো খেল। ’
ইমরুল আরো যোগ করেন, এখন আমাদের টিমটা বদলে গেছে। টিমের ভেতরের পরিবেশটাই পাল্টে গেছে। এখন যে আসে সেই চিন্তা করে পারফর্ম করতে হবে। কারণ, একটা ম্যাচে খারাপ করলে পরের ম্যাচে চাপে থাকতে হয়। আমার মনে হয়, এটা বাংলাদেশ দলের জন্য ইতিবাচক একটা জিনিস। নতুন যারা আসেন তারা ভালো করার জন্য ক্ষুধার্ত থাকেন, আমাকে ভালো করতে হবে। এজন্যই নতুনদের পারফরম্যান্স ভালো হচ্ছে। ’
উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাশের প্রশংসা করে কায়েস বলেন, ‘লিটন খুব ভালো খেলোয়াড়। আমি মনে করি, ওর ব্রাইট ফিউচার রয়েছে। এভাবে ব্যাট করে গেলে একদিন সে অনেক উপরের লেভেলে খেলবে। ’
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
এসকে/আরএম