ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিল্ডিংয়ে বাড়তি মনোযোগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
ফিল্ডিংয়ে বাড়তি মনোযোগ ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মঙ্গলবার (২৮ জুলাই) অনুশীলনের শুরুটা হয়েছিল ফিল্ডিং দিয়ে; শেষটাও হলো একইভাবে। মাঝের সময়টুকু নেটে ব্যাটিং-বোলিং অনুশীলন হলেও ফোকাসটা ছিল ফিল্ডিং নিয়েই।

মিরপুরের আকাশে মেঘ সরে গিয়ে রোদ হেসে ওঠায় আশা করা যাচ্ছে পাঁচ দিনই গড়াবে মিরপুর টেস্টের খেলা। আর তাইতো ফিল্ডিংকে গুরুত্ব দিচ্ছেন কোচিং স্টাফরা।

দুপুর ২টায় মিরপুরে শুরু হয় টাইগারদের অনুশীলন সেশন। দুইটি গ্রুপে ভাগ হয়ে ক্যাচিং ও ফিল্ডিং অনুশীলন করেন জাতীয় দলের ক্রিকেটাররা। এর পর পুরো দল চলে যায় নেটে। ইনডোরের নেটে বল করার পাশাপাশি মিরপুর স্টেডিয়ামের এক নম্বর  উইকেটে বোলিং অনুশীলন করেছেন প্রথম টেস্টের ম্যাচ সেরা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

ব্যাটিং-বোলিং অনুশীলন শেষে বিকেলে মিরপুর স্টেডিয়ামে ফের শুরু হয় ফিল্ডিং ও ক্যাচিং অনুশীলন। তামিম ইকবাল ও নাসির হোসেনকে ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল মেশিনে বল ছোড়েন। ডাইভ দিয়ে তারা কঠিন ক্যাচগুলো দারুণভাবে লুফে নেন।   দুই স্পিনার
তাইজুল ইসলাম ও জুবায়ের হোসেনকে আলাদাভাবে ফিল্ডিং অনুশীলন করিয়েছেন স্পিন কোচ রুয়ান কালপাগে।

সবশেষে হ্যালসেলের অধীনে বেশ খানিকটা সময়  কিপিং অনুশীলন করেছেন উইকেটরক্ষক লিটন কুমার দাশ।   অনুশীলনে হ্যালসেল এনেছেন নতুনত্ব। বাসের টায়ারের মধ্য দিয়ে কাছ থেকে ছোড়া বল লিটনকে গ্লাভসবন্দী করতে হয়েছে। স্পিন বলে ব্যাট-প্যাড ছুঁয়ে আসা বলের গতিপথ উল্টোদিকে বাঁক নেয়। এমন বলগুলো তাৎক্ষণিকভাবে গ্লাভসবন্দী করতেই এই অনুশীলন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।