ঢাকা: আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে একসঙ্গে খেলার সুবাদে লাসিথ মালিঙ্গাকে খুব কাছ থেকেই দেখেছেন শচীন টেন্ডুলকার। অতীতেও শ্রীলঙ্কান বোলিং তারকার অনেক প্রশংসাই করেছেন।
মালিঙ্গাকে এক কথায় বিশ্বমানের ও সত্যিকারের চ্যাম্পিয়ন হিসেবে অাখ্যা দিয়েছেন শচীন। তার সঙ্গে খেলার অভিজ্ঞতা যে চমৎকার ছিল সেটিও তুলে ধরেন আন্তর্জাতিক ক্রিকেটে একশ সেঞ্চুরির মালিক।
এক সাক্ষাৎকারে টেন্ডুলকার বলেন, ‘মালিঙ্গার সম্পর্কে বলাটা কঠিন। সে সম্পূর্ণরুপে একজন ভিন্নধর্মী বোলার। তার বোলিং অ্যাকশনও অন্যরকম। আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে বিশ্বে এমন বোলার দেখেছি বলে মনে হয় না। এমনকি কেউ তার অর্ধেক পর্যায়েও নেই। সে একজন সত্যিকারের ওয়ার্ল্ডক্লাস ও চ্যাম্পিয়ন ক্রিকেটার। ’
তিনি উল্লেখ করেন, ‘মুম্বাইয়ের হয়ে মালিঙ্গার সঙ্গে খেলার অভিজ্ঞতাটা ছিল চমৎকার। ব্যক্তিগতভাবে সে একজন ভদ্রলোক। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল, কিভাবে তাকে মোকাবেলা করা যায়? আমি বলেছিলাম, ব্যাটিং করার সময় মালিঙ্গার চুলের দিকে তাকানো যাবেনা। সম্পূর্ণ দৃষ্টিটা রাখতে হবে বলের দিকে। ’
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫
আরএম