ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিপক্ষে ওয়ানডে জয় সহজ হবে না

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
টাইগারদের বিপক্ষে ওয়ানডে জয় সহজ হবে না ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা: প্রস্তুতি ম্যাচে স্বাগতিক বিসিবি একাদশের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে দলের আত্মবিশ্বাসটাও বাড়বে। এমনটিই মনে করছেন সফরকারী দলের টপ অর্ডার ব্যাটসম্যান ক্রেইগ আরভিন।

এদিন তিনি ৯৯ বলে ৯৫ রানের উইনিং ইনিংস উপহার দেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আরভিন বলেন, ‘এই জয়ের সুবাদে সিরিজের শুরুটা ভালই হলো। মাত্র অল্প ক’টি উইকেটের বিনিময়ে এত বড় সংগ্রহ (২৭৭) অতিক্রম করেছি, বিষয়টি নিশ্চই ইতিবাচক। তবে, আমাদের ব্যাটিং লাইনআপ ভাল না থাকায় পুরো চাপটিই নিতে হয়েছে আমাকে ও শন উইলিয়ামসকে।

কিন্তু প্রস্তুতি ম্যাচ জিতলেও ওয়ানডে জয় সহজ হবে না। ’

তিনি উল্লেখ করেন, ‘উইকেট ভাল ছিল তাই শট খেলা সহজ হয়েছে তাই আমরা রান পেয়েছি। কিন্তু, এখানে বল খুব বেশি টার্ন পাচ্ছিল না। তবে, আমাদের দলের অনেকেই ফতুল্লার এই উইকেটের সঙ্গে পরিচিত। তাই খেলতে খুব বেশি সমস্যা হয়নি। ’ তবে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটি যে সহজ ছিল না সেটি বলতেও ভোলেননি আরভিন।

অন্যদিকে, প্রস্তুতি ম্যাচ হারকে অতটা বড় করে দেখতে চান না ইমরুল কায়েস।

বাংলাদেশ দলের ওপেনার বলেন, ‘প্রস্তুতি ম্যাচে হেরেছি। তাতে কোনো সমস্যা নেই।

বরং মুশফিক (অপ. ৮১), এনামুল বিজয় (৫২) ও আমি নিজে (৫৬) ভালো রান করতে পেরেছি। এটাই দলের জন্য বড় পাওয়া। এই সুবাদে ওয়ানডের প্রস্তুতিটাও ভাল হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘন্টা, ৫ নভেম্বর, ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।