ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

ভারতে ভিসা পেলেন না সাত পাকিস্তানি কূটনীতিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪০, মার্চ ১৬, ২০১৬
ভারতে ভিসা পেলেন না সাত পাকিস্তানি কূটনীতিক

ঢাকা: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বন‍াম পাকিস্তানের মধ্যকার ম্যাচ উপভোগ করতে ভারতে ভিসা চেয়েছিলেন সাত পাকিস্তানি কূটনীতিক। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের ভিসা দিতে অপরাগতা জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।



আগামী ১৯ মার্চ কলকাতায় ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার (আইএসআই) সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে সন্দেহে ওই কূটনীতিকদের ভিসা দেওয়া হয়নি।

ভারতে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা এ ব্যাপারে বলেছেন, নিজ দেশের টিমকে সরাসরি উৎসাহিত করতেই ভিসা চেয়েছিলেন ওই কূটনীতিকরা। কিন্তু বিশ্বকাপের আয়োজক দেশ হওয়া সত্ত্বেও ভারত এমন নেতিবাচক আচরণ করলো। এতে করে দুই দেশের মধ্যে বৈরীতা আরো বাড়ার আশঙ্কা তৈরি হলো।

এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রতিটা ম্যাচের জন্য দেশটির দর্শকদের জন্য আড়াইশ ভিসার অনুমোদন দেয় ভারতীয় কর্তৃপক্ষ।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ভিসা তখনই ইস্যু করা হবে, যখন একজন দর্শক তার ম্যাচ টিকিট, দেশে প্রত্যাবর্তনের টিকিট ও আবাসন বুকিংয়ের কাগজপত্র দেখাতে পারবেন।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।