ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইডেনের প্রেসবক্সে আলোচনায় শুধুই বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
ইডেনের প্রেসবক্সে আলোচনায় শুধুই বাংলাদেশ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ইডেন গার্ডেন থেকে: গোটা বিশ্ব থেকে সাংবাদিকরা এসেছেন। ইডেনের যে জায়গা থেকে গোটা মাঠটিকে দেখা যায় সেখানে একটি কাঁচের ঘরে বসে আছেন এরা সবাই।

প্রত্যেকের টেবিলে একটি করে নম্বর লাগানো।

সেই নম্বরের সঙ্গে সংবাদমাধ্যমের নাম মিলিয়ে তাদের বসার ব্যবস্থা হয়েছে। টেবিলের উপর ল্যাপটপ রেখে খবরে কপি তৈরি করার ফাঁকে ফাঁকে চলছে আলোচনা। এরা সবাই ক্রীড়া সাংবাদিক। এই সাংবাদিকদের হাত ঘুরেই গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে খেলার খবর।
 
প্রেসবক্সে এসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে গেছেন সিএবি’র কর্মকর্তারা। সাংবাদিকদের মধ্যে অনেকেই সাবেক ক্রিকেটার। বিভিন্ন দেশ থেকে আসলেও ক্রমাগত খেলা নিয়ে আলোচনা চলছে।
 
তাদের আলোচনায় অংশ নিয়ে বোঝা গেলো, আলোচনার মূল সুরে রয়েছে বাংলাদেশ। কিভাবে খুব দ্রুত ক্রিকেটের মঞ্চে নিজের জায়গা করে নিচ্ছে। এই ক্রীড়া সাংবাদিকদের মতে, যদি এভাবে চলতে থাকে তবে খুব অল্পদিনের মধ্যে বিশ্ব ক্রিকেটে প্রধান শক্তি হবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ১৬ মার্চ , ২০১৬
ভি.এস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।