ঢাকা: মুম্বাইয়ে ইংল্যান্ডের বোলারদের কচুকাটা করলেন ওয়েস্ট ইন্ডিজের দানব ব্যাটসম্যান ক্রিস গেইল। মাত্র ৪৭ বলে সেঞ্চুরি করে ফেললেন তিনি।
এই দানবীয় ইনিংসে গেইল ছক্কা হাঁকান ১১টি, চার হাঁকান ৫টি। শেষ পর্যন্ত শতরানেই অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। তার সেঞ্চুরিতেই ১৮৩ রানের টার্গেটও মামুলি হয়ে গেল সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের কাছে।
বুধবারের (১৬ মার্চ) এ ম্যাচে ব্যাট করতে নেমে প্রথম দিকেই ঝড় তোলার আভাস দেন ক্যারিবীয় এ ব্যাটসম্যান। কিন্তু মাঝে অপরপ্রান্তে মারলন স্যামুয়েলস ছোট পাল্লার ঝড় তুললে নিজেকে খানিকটা খোলসবন্দি রাখেন গেইল। স্যামুয়েলস আউট হতেই যেন অগ্নিমূর্তি নেয় তার ব্যাট।
মাঠের চারদিকে বইতে থাকে তার চার-ছক্কার ঝড়। ১৭ বলে যেখানে রান ছিল ২২, সেই তিনি পরের ৭৮ রান নিলেন মাত্র ৩০ বলে।
টি-টোয়েন্টির সবচেয়ে দ্রততম সেঞ্চুরির রেকর্ড দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভির। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫ বলে শতক হাঁকিয়েছিলেন। দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও লেভির স্বদেশী ফাফ ডু প্লেসির। তিনি ৪৬ বলে গেইলের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই সেই ইনিংস খেলেছিলেন।
গত ১৩ মার্চ ধর্মশালায় ওমানের বিপক্ষে ৬০ বলে তামিম ইকবালের হাঁকানো সেঞ্চুরিটি রয়েছে দ্রুততম তালিকার ১৪ নম্বরে।
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ১৬ মার্চ, ২০১৬/আপডেট ০০০৫ ঘণ্টা, ১৭ মার্চ
এমজেড/এইচএ/