ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বলের আঘাতে হাসপাতালে পাক নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
বলের আঘাতে হাসপাতালে পাক নারী ক্রিকেটার ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি নারী বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বলের আঘাতে আহত হয়েছেন পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান জাভেরিয়া খান। চোয়ালে আঘাত পাওয়ার পর অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।



বিশ্বকাপে দু’দলের প্রথম ম্যাচে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। আর প্রথম ওভারেই ক্যারিবীয় বোলার শামিলিয়া কোনেলের বলে পুল শট খেলতে গেলে বল এসে আঘাত করে জাভেরিয়ার চোয়ালে। পরে অন্যপ্রান্তে ব্যাটিংয়ে থাকা সিদরা আমিন দ্রুত মেডিক্যাল স্টাফদের খবর দেন।

জাভেরিয়াকে সেখান থেকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। পাকিস্তানের এক মুখপাত্র জানিয়েছেন, তাকে আর ২৪ ঘণ্টা বিশ্রামে থাকতে হবে। ফলে দলের সঙ্গে দিল্লি সফর করতে পারবে না তিনি।

গ্রুপ বি’তে আগামী ২৪ মার্চ দিল্লীর ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ১৭ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।