ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘প্রতিশোধের’ ম্যাচে টাইগ্রেসদের লক্ষ্য ১৫৪

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
‘প্রতিশোধের’ ম্যাচে টাইগ্রেসদের লক্ষ্য ১৫৪ ছবি : সংগৃহীত

ঢাকা: ওমেন্স টি-২০ ওয়ার্ল্ডকাপের গত আসরের গ্রুপ পর্বেও ইংল্যান্ড নারী টিমের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী দল। তবে ঘরের মাঠে বড় ব্যবধানে হেরে যান সালমা খাতুনরা।

এবার ভারতের মাটিতে আবারো ইংলিশদের মুখোমুখি হয়েছে টাইগ্রেসরা।

গ্রুপ ‘বি’র ম্যাচটিতে (১৭ মার্চ) আগে ব্যাট করে জাহানারা আলমদের ১৫৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে গতবারের রানার্সআপরা। এর আগে স্বাগতিক ভারতের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ নারী দল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে একবারই ইংলিশ নারীদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী দল। সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত গত বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটিতে ৭৯ রানের বড় ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা। এবার সালমা-জাহানাদের সামনে ‘প্রতিশোধ’ নেওয়ার উপলক্ষ।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড নারী দলকে ভালো শুরু এনে দেন চার্লট এডওয়ার্ডস (৫১ বলে ৬০) ও ট্যামি বেমন্ট (১৮)। দু’জন মিলে ওপেনিং জুটিতে ৪.১ ওভারে তোলেন ৩৪।

মিডল অর্ডারে নামা নাটালি সিভারের ব্যাট থেকে আসে ২২ বলে ২৭ রান। এছাড়া সমান আট বলে ড্যানিয়েল ওয়েট ১৫ ও ক্যাথরিন ব্রান্ট ১৭ রান করে আউট হন। নির্ধারিত ওভার শেষে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ১৫৩।

টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন অধিনায়ক জাহানারা আলম। একটি করে উইকেট লাভ করেন সালমা খাতুন, ফাহিমা খাতুন, খাদিজা তুল কুবরা ও রুমানা আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।