ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

বিশ্বকাপে মালিঙ্গার পরিবর্তে ভ্যানডারসে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, মার্চ ১৯, ২০১৬
বিশ্বকাপে মালিঙ্গার পরিবর্তে ভ্যানডারসে ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে লাসিথ মালিঙ্গার পরিবর্তে লেগস্পিনার জেফরি ভ্যানডারসেকে দলে নিয়েছে শ্রীলঙ্কা। বেশকিছু দিন ধরেই হাঁটুর ইনজুরিতে ভোগা মালিঙ্গা বিশ্বমঞ্চ থেকে গতকাল (শুক্রবার) নিজেকে প্রত্যাহার করে নেন ।



ভ্যানডারসের দলে আসাতে লঙ্কানদের স্পিন শক্তি আরও বাড়লো। তিনি ছাড়াও দলে রয়েছে অভিজ্ঞ রঙ্গনা হেরাথ ও সাচিত্রে সেনানায়েক। তবে মালিঙ্গা চলে যাওয়ায় তিনজন বিশেষ পেসার বাকি রইল দলটিতে। তারা হলেন দুশমান্থা চামিরা, নুয়ান কুলাসেকেরা ও সুরাঙ্গা লাকমাল।

গত বছরের জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে টি-২০তে অভিষেক হয় ভ্যানডারসের। এই ফরম্যাটে এখন পর্যন্ত চার ম্যাচে একটি উইকেট পেয়েছেন তিনি। সদ্য শেষ হওয়া এশিয়া কাপেও তিনি দলের সঙ্গে ছিলেন। তবে কোন ম্যাচে তাকে নামানো হয়নি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ১৯ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।