ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

টাইগ্রেসদের টার্গেট ১৪৯ রান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩২, মার্চ ২২, ২০১৬
টাইগ্রেসদের টার্গেট ১৪৯ রান ছবি: সংগৃহীত

ঢাকা: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম ম্যাচে বাংলাদেশকে ১৪৯ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চেন্নাইয়ে গ্রুপ ‘বি’র এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া ক্যারিবীয়রা ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে।



ক্যারিবীয়রা ওপেনিং জুটি থেকে তুলে নেয় ৬৭ রান। ওপেনার ম্যাথুজ ৪২ বলে ৪১ আর স্টেফাইন টেইলর ৪১ বলে ৪০ রান করেন। দুই ওপেনারকে ফেরান নাহিদা আক্তার।

তিন নম্বরে নামা ব্রিটনি কুপার করেন ৯ রান। চার নম্বরে ব্যাট হাতে নামা ডোটিন ১১ বলে তিনটি বাউন্ডারিতে ২৪ রান করেন। শেষ দিকে স্টেসি কিং ১৫ বলে ২০ ও ক্যাম্পবেল ৪ বলে ৫ রান করে অপরাজিত থাকেন।

টাইগ্রেসদের হয়ে ৪ ওভারে ২৭ রান খরচায় তিনটি উইকেট তুলে নেন। বাকি উইকেটটি দখল করেন ৪ ওভারে ৩১ রান দেওয়া রুমানা আহমেদ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ২০ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।