ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনুভূতি প্রকাশ করতে পারছি না: কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
অনুভূতি প্রকাশ করতে পারছি না: কোহলি

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার ইডেনে পাকিস্তানকে সুপার টেনের ম্যাচে হারিয়েছে ভারত। স্বাগতিক টিম ইন্ডিয়াকে জেতাতে ব্যাট হাতে জয়ের নায়ক ছিলেন বিরাট কোহলি।

সে ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার।

আর ভারতের কিংবদন্তির সামনে ম্যাচ জয়ী ইনিংস খেলতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলে জানান কোহলি।

পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের আসরে বাংলাদেশের মাটিতে দলকে জেতাতে মূল ভূমিকা রেখেছিলেন কোহলি। তবে, নিজেদের মাটিতে (ইডেন) এবার দলকে জেতাতে পেরেই বেশি খুশি কোহলি। ৩৭ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেন তিনি।

পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১১৯ রানের (১৮ ওভার) টার্গেটে খেলতে নেমে ভারত ৪ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখেই জয় তুলে নেয়।

বিসিসিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি জানান, আমি সত্যিই আমার অনুভুতিগুলো প্রকাশ করতে পারছিনা। টেন্ডুলকারের মতো একজন গ্রেট ক্রিকেটার স্ট্যান্ডে দাঁড়িয়ে আমার খেলা দেখেছেন। আমি দেখেছি তিনি যখন ভারতের হয়ে খেলতেন দর্শকরা কিভাবে গলা ফাটিয়ে চিৎকার করেন। ইডেনে আমাকে নিয়েও দর্শকরা সেভাবে চিৎকার করেছে। আর টেন্ডুলকারও স্ট্যান্ডে থেকে আমাকে উৎসাহ দিয়ে গেছেন।

কোহলি আরও যোগ করেন, টেন্ডুলকারের মতো এতো বড় ক্রিকেট তারকার সামনে খেলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি বোঝাতে পারবো না সে অনুভূতি। মাঠে থেকেই চেয়েছি এই সুযোগ আমাকে কাজে লাগাতেই হবে। তার সামনে খেলে তাকে খুশি করতে পেরে সত্যিই আমি খুশি। এটা আমার জীবনে সবথেকে বড় পাওয়া হয়েই থাকবে। আমি এই আবেগপ্রবণ মুহূর্তটি কখনোই ভুলবোনা।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ২০ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।