ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

টানা তৃতীয় জয়ে সেমিফাইনালে কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, মার্চ ২২, ২০১৬
টানা তৃতীয় জয়ে সেমিফাইনালে কিউইরা

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের পুরুষ দলের মতো নারী দলও দারুণ সফলতা পাচ্ছে। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কিউই নারী দল।

আর অজিদের হারিয়ে টানা তিন ম্যাচে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ব্ল্যাক ক্যাপসরা।

নাগপুরে অজিদের করা ১০৩ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে ও ২২ বল বাকি থাকতেই জয় পায় নিউজিল্যান্ড। দলের হয়ে ওপেনার সুজি বেটস ও রাখেল প্রিয়েস্ট ২৩ ও ৩৪ রান করেই মূলত জয় নিশ্চিত করেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কিউই বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ওভার শেষে আট উইকেট হারিয়ে ১০৩ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন এলশে পেরি। কিউই বোলারদের মধ্যে লেইগ ক্যাসপেরেক তিনটি উইকেট নেন। দুটি উইকেট পান ইরিন বার্মিংহাম।

নিউজিল্যান্ড নারী দল এর আগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পায়।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।