ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকলাইনের অভিষেক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
সাকলাইনের অভিষেক ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো বাঁহাতি স্পিনার সাকলাইন সজীবের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে অভিষিক্ত হলেন তিনি।



অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে বাঁহাতি স্পিনার আরাফাত সানি নিষিদ্ধ হওয়ায় তার পরিবর্তে স্কোয়াডে যোগ দেন রাজশাহীর এই ক্রিকেটার।  

২৭ বছর বয়সী এ স্পিনার ৬৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিয়েছেন ৩০৩ উইকেট। ৫৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে নিয়েছেন ৭১ উইকেট। আর ৩২টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন ৩৪ উইকেট।

১৯ মার্চ ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলানিউজকে সাকলাইন সজীব জানান, ‘বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলে সেটা স্বপ্নের মতো ব্যাপার হবে। ’ সে স্বপ্নই আজ পূরণ হলো সাকলাইন সজীবের।
 
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শুভাগত হোম, সাকলাইন সজীব, মাশরাফি বিন মর্তুজা, আল আমিন হোসেন,  মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ২১ মার্চ, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।