ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

টাইগার সমর্থকদের দোয়া চাইছেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, মার্চ ২৩, ২০১৬
টাইগার সমর্থকদের দোয়া চাইছেন মুশফিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের মিডলঅের্ডারের ব্যাটিং স্তম্ভ বলা হয়ে থাকে মুশফিককে। লাল-সবুজের জার্সি গায়ে ব্যাট হাতে ফর্মে নেই টাইগার এই ব্যাটসম্যান।

তারপরও ভারতের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় নিয়ে মুশফিক জানাচ্ছেন স্বরুপে ফিরে আসার।

বেঙ্গালুরুর চিন্বাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান আর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে মুশফিক-সাকিব-মাশরাফি-মাহমুদুল্লাহ-সৌম্যরা। তৃতীয় ম্যাচে দেশবাসীর আরেকবার সমর্থন চাইলেন মুশফিক।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মুশফিক লিখেছেন, ‘দলকে যারা দিনের পর দিন সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ। এখন হয়তো সময়টা ভালো যাচ্ছেনা ... কিন্তু বাংলাদেশ আবার নিজের রুপে ফিরে আসবেই। চলো বাংলাদেশ! দোয়া করবেন আজকের ম্যাচের জন্য। ’

টি-টোয়েন্টিতে মুশফিক সবশেষ ১০ ম্যাচে ইনিংস সর্বোচ্চ ১৮ রান করেছেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। দশ ম্যাচে তার মোট রান ৭৩। সত্যিই ব্যাট হাতে ভালো যাচ্ছেনা টাইগারদের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি ম্যাচ খেলা মুশফিকের।

তবে, ব্যাটসম্যানদের খারাপ সময় পার করে বহুবার কামব্যাক করার নজির আছে ক্রিকেটে। এমন একটি নজির আরেকবার দেখানোর সুযোগ মুশফিকের সামনে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।