ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

ভারতের বিপক্ষে মাঠে নামছেন তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, মার্চ ২৩, ২০১৬
ভারতের বিপক্ষে মাঠে নামছেন তামিম ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে না খেললেও ভারতের বিপক্ষে খেলতে নামছেন হার্ডহিটার ব্যাটসম্যান তামিম ইকবাল। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা এই বাঁহাতি ব্যাটসম্যানের অভাব সেদিন টের পেয়েছেন অধিনায়ক মাশরাফিসহ টাইগার সমর্থকরা।



বুধবার (২৩ মার্চ) বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে স্কোয়াডে তামিমের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে অধিনায়ক মাশরাফিকে অনেকটাই নির্ভার করবে।

বিশ্বকাপের চলতি আসরে চার ম্যাচ খেলে ২৫৭ রান সংগ্রহ করে ব্যাটসম্যানের তালিকায় তামিম রয়েছেন শীর্ষে। ওমানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে হাঁকিয়েছেন দুরুন্ত এক সেঞ্চুরি।

চলতি আসরে তামিমের ব্যাটিং গড় ১২৮.৫০ এবং স্ট্রাইক রেট ১৫৩.৮৯। একটি শতক ছাড়াও তার ব্যাট থেকে এসেছে দুর্দান্ত একটি অর্ধশতক।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।